আপনার নামে করা ক্লোন ফেসবুক আইডি কিভাবে ডিসেবল করবেন?
আপনার নামে করা ক্লোন ফেসবুক আইডি কিভাবে ডিসেবল করবেন?
যার কারনে তারা একই নাম ব্যবহার করে আপনাকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলতে পারে। হোক সেটা খারাপ ছবি আপলোড করা কিংবা আপনার কোন প্রিয়জনের সাথে আপত্তিকর কোন কনভারসেশন করে। এছাড়াও আরো অনেক ধরনের সমস্যা হতে পারে, যার কারণে আমরা চাই যে আপনার আইডির মতো হুবহু ফেসবুক ক্লোন অ্যাকাউন্ট ডিলিট করতে কিংবা ডিজেবল করতে।
অনেক সময় দেখা যায়- এর জন্য আমাদের অনেকের কাছে যেতে হয়, অনেকেই হয়তো এটা সময় নিয়ে ফ্রিতেই করে দেয়, আবার অনেকে রীতিমতো মুখের উপর না বলে দেয়।
কিন্তু আজকের এই পোস্টটিতে আমি উল্লেখ করেছি -কিভাবে আপনার প্রোফাইলের নাম দিয়ে ক্লোন করা আরেকটি ফেসবুক আইডি আপনি নিজেই খুব সহজেই ডিজেবল করবেন।
এর জন্য আগে আপনাকে যে আপনার ফেসবুক আইডির মতো হুবহু যে ক্লোন আইডি আছে তার প্রোফাইলে ভিজিট করতে হবে। তারপর “More” ক্লিক করুন এবং স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন।
এটাতে ক্লিক করার পর নিচের স্ক্রিনশট ফলো করুন। এখানে যদি আপনার নামে ফেক একাউন্ট খুলে তাহলে “Me“তে ক্লিক করবেন। যদি আপনার বন্ধু হয় তাহলে ” A Friend” এ ক্লিক করবে আর যদি সেলিব্রিটি হয় তাহলে এর জন্য “celebrity” তে ক্লিক করুন।
আমরা যেহেতু আমাদের নিজেদের অ্যাকাউন্টে ইনফরমেশন দিয়ে খোলা ফেক অ্যাকাউন্ট বন্ধ করতে চাচ্ছি, তাই ” Me” তে ক্লিক করলাম।
তারপর নিচের মত একটা পেজ আসবে, আপনি ওইখানে রিপোর্টে ক্লিক করে সাবমিট করে দেন।
তারপর নিচের স্ক্রিনশটটি দেখানো অংশটিতে টিক চিহ্ন দিয়ে সাবমিট দিয়ে দিন। ইনশাআল্লাহ কিছু সময় পর ফেইসবুক এটাকে রিভিউ করবেন।
এবং আপনার সব তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে ফেসবুক কতৃপক্ষ সেই ক্লোন আইডিটি কে চিরতরে বন্ধ করে দেবে।
সতর্কতাঃ- তবে এই পোস্টটির প্রত্যেকটা কথা এবং কাজ না বুঝে করতে গিয়ে আপনাদের যার যার নিজস্ব আইডির আবার বারোটা বাজাবেন না, এবং পরবর্তীতে এসে বলবেন না সবুজ ভাই আপনার কোডটি প্রবেশ করানোর পর আমার এটা কাজ করছে না, ওটা কাজ করছে না, আগে যে কোন পোস্ট ভালোমতো নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন, এবং তারপর প্র্যাকটিসের জন্য আসল আইডি বাদে যেকোনো ফেক আইডি দ্বারা চেষ্টা করবেন। ফেক আইডি টা এক্টিভ করার পর সফলতা অর্জন করলে পরবর্তীতে নিজের আসল আইডি তে প্রয়োজন হলে পরে এই পন্থাগুলো অবলম্বন করবেন, অন্যথায় নয়। কারণ এই পোস্টগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য এবং শিক্ষাদানের জন্য তৈরী করছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা এই ছিল ফেসবুক সিরিজের চতুর্থ পোস্ট আপনাদের চতুর্থ এই পোস্টটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর অনুগ্রহ করে সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ বাংলা টিভি অফিশিয়াল ব্লগ ওয়েবসাইটের সাথে থাকবেন, পাশে থাকবেন।
আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:- https://www.youtube.com/c/SobuzBanglaTV2019
Vhalo chilo
উত্তরমুছুনnice post vai
উত্তরমুছুন