বিপিএলে ১ম এক ম্যাচে জোড়া সেঞ্চুরি।

বিপিএলে ১ম এক ম্যাচে জোড়া সেঞ্চুরি।


বিপিএলে প্রথমবারের মতো এক ম্যাচে দেখা গেল জোড়া সেঞ্চুরি। চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে আজ তিন অংক স্পর্শ করেছেন রংপুর রাইডার্সের ইংলিশ তারকা অ্যালেক্স হেলস এবং প্রোটিয়া হার্ডহিটার রাইলি রুশো। জোড়া সেঞ্চুরিতে ভর করে স্বাগতিক চিটাগং ভাইকিংসের সামনে পর্বতপ্রমাণ টার্গেট ছুড়ে দিয়েছে রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে রংপুরের সংগ্র ৪ উইকেটে ২৩৯ রান। যা বিপিএলের সব আসর মিলিয়ে সর্বোচ্চ স্কোর। এতে হেলসের অবদানা ১০০ রান এবং রুশোর অবদান সমান ১০০।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই ক্রিস গেইলকে (২)  হারায় রংপুর রাইডার্স। আবু জায়েদের দুর্দান্ত একটা বলে এলবিডাব্লিউ হয়ে যান গত ম্যাচেই হাফ সেঞ্চুরি করা ক্যারিবীয় দানব। এরপরেই দারুণ জুটি গড়ে তোলেন অ্যালেক্স হেলস এবং রাইলি রুশো।রুশোর তুলনায় বেশি বিধ্বংসী ছিলেন হেলস। ২৩ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। তার ব্যাটেই চলতি বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরি দেখা যায়। ৪৭ বলে ১১ চার ৫ ছক্কায় তিন অংকে পৌঁছে ঠিক ১০০ রান করে সিকান্দার রাজার শিকার হন এই ইংলিশ হার্ডহিটার।ততক্ষণে রানের পাহাড়ে চড়ে বসেছে রংপুর রাইডার্স। দ্বিতীয় উইকেটে এসেছে ১৭৪ রানের দুর্দান্ত জুটি। হেলস ফেরার পর আরেক হার্ডহিটার এবিডি ভিলিয়ার্স আজ জ্বলে উঠতে পারেননি। আবু জায়েদের শিকার হওয়ার আগে এই প্রোটিয়া ব্যাটসম্যান করেছেন ১ রান। একপ্রান্তে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন আরেক প্রোটিয়া তারকা রাইলি রুশো।২৯ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর ৫১ বলে স্পর্শ করেন তিন অংক। শেষ পর্যন্ত তিনি ৮ চার ৬ ছক্কায় গড়া ১০০ রানেই অপরাজিত থাকেন। মোহাম্মদ মিঠুন ১০ বলে ১৫ করে রবিউল হকের বলে বোল্ড হয়ে যান। শেষদিকে নাহিদুলের ৪ বলে ১১* রানে নির্ধারিত ২০ ওভারে রংপুর রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৩৯ রান।জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংসকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে অলক কাপালির নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স। এই জয়ে খুলনাকে টপকে সিলেট উঠে এসেছে পয়েন্ট তালিকার ৬ নম্বরে।

1 টি মন্তব্য:

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.