শিশুদের জন্য এলো বিশেষ মোবাইল ফোন।
শিশুদের জন্য এলো বিশেষ মোবাইল ফোন।
সারাক্ষণ গেমস খেলে বলে অনেকেই শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দিতে চান না। শুধু গেমস খেলা নয়, ফোন হাতে নিয়ে ভিডিও কিংবা কার্টুন দেখায় মগ্ন থাকে শিশুরা। কিন্তু কখনো কখনো কর্মজীবী বাবা-মায়ের শিশুদের খোঁজ-খবর রাখার জন্য মোবাইল ফোনের দরকার হয়। এবার বাজারে এলো এমনই এক ফোন যেটি শিশুদের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে।
এই ফোনটি তৈরি করেছে ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইজিফোন। প্রতিষ্ঠানটির নামের সঙ্গে মিলিয়ে এই ফোনের নাম দেয়া হয়েছে ইজিফোন স্টার।
শিশুদের সুরক্ষিত, আত্মবিশ্বাসী ও দায়িত্বজ্ঞান সম্পন্ন করে তুলতেই এই ফোন ডিজাইন করা হয়েছে৷
কয়েকজন পরিচিত ব্যক্তির ফোন ধরা ও কল করার অপশন থাকছে এই ফোনে। সেক্ষেত্রে শুধু মা-বাবা বা কাছের আত্মীয়দেরই নম্বর ফোনটিতে সেভ করার অপশন রয়েছে৷ সর্বোচ্চ ৫ জনের নম্বর থাকবে৷
এছাড়া এই ফোনে আছে জিপিএস নেভিগেশন। যাতে শিশুটির লোকেশন ট্র্যাক করা যায়৷ মা-বাবারা সন্তানের গতিবিধি ট্র্যাক করতে পারবেন৷ বিশেষ হেল্প বাটন থাকছে, যাতে বিপদে পড়লেই শিশুটি জানাতে পারে সঙ্গে সঙ্গে। ডু নট ডিসটার্ব টাইম জোনও রয়েছে এই ফোনে।
মা-বাবা-সহ যে সব আত্মীয়ের নম্বর ওই ফোনে সেভ করা থাকবে, তাদের ছবিই দেখা যাবে ডিসপ্লেতে৷ যাতে শিশু অনায়াসেই ফোন করতে পারে৷
সন্তান কোনও বিপদে পড়লেই সাইরেন, জিপিএস লোকেশন পৌঁছে যাবে মা-বাবার কাছে৷ থাকছে অটো কলব্যাক ফিচারও৷
ভারতের বাজারে এই ফোনের দাম ৩ হাজার ৪৯০ রুপি৷ পাঁচটি রঙে মিলছে এই ফোন। এগুলো হলো গ্রিন, স্যাসি পিঙ্ক, ব্রিজি ব্লু, রকেট রেড ও ওয়ান্ডার হোয়াইট।
সারাক্ষণ গেমস খেলে বলে অনেকেই শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দিতে চান না। শুধু গেমস খেলা নয়, ফোন হাতে নিয়ে ভিডিও কিংবা কার্টুন দেখায় মগ্ন থাকে শিশুরা। কিন্তু কখনো কখনো কর্মজীবী বাবা-মায়ের শিশুদের খোঁজ-খবর রাখার জন্য মোবাইল ফোনের দরকার হয়। এবার বাজারে এলো এমনই এক ফোন যেটি শিশুদের জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে।
এই ফোনটি তৈরি করেছে ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইজিফোন। প্রতিষ্ঠানটির নামের সঙ্গে মিলিয়ে এই ফোনের নাম দেয়া হয়েছে ইজিফোন স্টার।
শিশুদের সুরক্ষিত, আত্মবিশ্বাসী ও দায়িত্বজ্ঞান সম্পন্ন করে তুলতেই এই ফোন ডিজাইন করা হয়েছে৷
কয়েকজন পরিচিত ব্যক্তির ফোন ধরা ও কল করার অপশন থাকছে এই ফোনে। সেক্ষেত্রে শুধু মা-বাবা বা কাছের আত্মীয়দেরই নম্বর ফোনটিতে সেভ করার অপশন রয়েছে৷ সর্বোচ্চ ৫ জনের নম্বর থাকবে৷
এছাড়া এই ফোনে আছে জিপিএস নেভিগেশন। যাতে শিশুটির লোকেশন ট্র্যাক করা যায়৷ মা-বাবারা সন্তানের গতিবিধি ট্র্যাক করতে পারবেন৷ বিশেষ হেল্প বাটন থাকছে, যাতে বিপদে পড়লেই শিশুটি জানাতে পারে সঙ্গে সঙ্গে। ডু নট ডিসটার্ব টাইম জোনও রয়েছে এই ফোনে।
মা-বাবা-সহ যে সব আত্মীয়ের নম্বর ওই ফোনে সেভ করা থাকবে, তাদের ছবিই দেখা যাবে ডিসপ্লেতে৷ যাতে শিশু অনায়াসেই ফোন করতে পারে৷
সন্তান কোনও বিপদে পড়লেই সাইরেন, জিপিএস লোকেশন পৌঁছে যাবে মা-বাবার কাছে৷ থাকছে অটো কলব্যাক ফিচারও৷
ভারতের বাজারে এই ফোনের দাম ৩ হাজার ৪৯০ রুপি৷ পাঁচটি রঙে মিলছে এই ফোন। এগুলো হলো গ্রিন, স্যাসি পিঙ্ক, ব্রিজি ব্লু, রকেট রেড ও ওয়ান্ডার হোয়াইট।
কোন মন্তব্য নেই