কার কথা বিশ্বাস করবেন বড় ইউটিউবার এর যারা কিনা মিথ্যা বিভ্রান্তকর সংবাদ প্রচার করছে নাকি নাকি একজন ছোট ইউটিউবারের যে সত্যি কথা সবার সামনে প্রকাশ করছে।

কার কথা বিশ্বাস করবেন বড় ইউটিউবার এর যারা কিনা মিথ্যা বিভ্রান্তকর সংবাদ প্রচার করছে নাকি নাকি একজন ছোট ইউটিউবারের যে সত্যি কথা সবার সামনে প্রকাশ করছে।

মনিটাইজেশন নিয়ে দুইটি মিথ্যে আপডেট ভাইরাল হয়েছে তাদের মধ্যে প্রথমটা হচ্ছে যে যাদের চ্যানেল দেড় দুই মাস ধরে পেন্ডিং আছে বা যাদের কে আবার ৩০ দিন পর এ্যাপ্লাই করতে বলেছে তাদের চ্যানেল নাকি কখনই মনিটাইজ হবেনা বলে ইউটিউব ঘোষনা দিয়েছে।এমনকি রেফারেন্স হিসেবে একটা ভিডিও লিংকও শেয়ার করেছে।আমি সেই ভিডিওটি ভাল করে দেখলাম ।আসলে অরিজিনাল ভিডিওটিতে এরকম কিছুই বলা নেই ।একজন বড় ইউটিউবার প্রথম এই ভুয়া নিউজটা আপলোড করে আর কিছু ছোট ইউটিউবার সেটাই বিশ্বাস করে তারাও এ নিয়ে ভিডিও তৈরি করে এই মিথ্য্য ইনফরমেশনটি শেয়ার করছে সবার মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। আর দ্বিতীয় মিথ্যা কথাটা হচ্ছে,,যে স্লাইড ভিডিওতে ইউটিউব কর্তৃপক্ষ আর মনিটাইজেশন দেবে না।মনিটাইজের ব্যাপারে কথা বলার আগে অন্য প্রসঙ্গে কিছু কথা বলা প্রয়োজনবোধ করছি।সেদিন একটা চ্যানেলে একটা ভিডিও দেখলাম । চ্যানেলের নাম নেটবিড। চ্যানেলটি পরিচালক  তুহিন। যার চ্যানেল এ  সাবস্ক্রাইবার আছে  তিন লক্ষ পঞ্চাশ হাজার উপরে উনি সহায্যে বলে দিলেন, স্লাইড ভিডিওতে নাকি মনিটাইজ আর দেবে না এবং যাদের স্লাইড চ্যানেলে মনিটাইজ আছে তাদের চ্যানেলও বন্ধ করে দেবে।এটা নাকি উনি গবেষণা করে বের করে ফেলেছেন।কারন হিসেবে উনি বলেছেন স্লাইড ভিডিও বানাতে নাকি কোনো পরিশ্রম করা লাগে না।আমার ধারনা, নেট বিডের তুহিন সাহেব স্লাইড ভিডিও কোনোদিন বানায়ই নাই।মান সম্মত একটা স্লাইড বানাতে মিনিমাম ৩/৪ ঘন্টা সময় ব্যায় করতে হয়।আমি তো বলি ক্যামেরা কন্টেন্টের চেয়ে স্লাইড বানানো কষ্ট বেশী।এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি এই ব্যাপারে  উনার ওই ভিডিও তাতে কমেন্টে জিজ্ঞেস করেছিলাম উনি আমার কমেন্টের কোন রিপ্লাই করেন নাই আপনারা প্রয়োজনে  নেট বিডের  চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা  কমেন্টে গিয়ে  আমার কমেন্ট টা দেখে আসতে পারেন শামীম লেম,নেট বিড এদের মত কিছু বড় বড়  ইউটিউবার আছে আছে যাদের কাজই হলো ইউটিউবে গুজব ছড়ানো। ভাই আপনাদের প্রতি সম্মান রেখে বলছি  আপনারা  কেন  এমন  অপপ্রচার গুলো  ইউটিউব এর মত  জনপ্রিয় সোশ্যাল সাইটে প্রচার করছেন  এবং মানুষকে বিভ্রান্ত করছেন মিথ্যা বিভ্রান্তকর  সংবাদ পরিবেশন করে টেক ইউটিউবার সাজার কোন প্রয়োজন আছে কি আপনাদের? আমি বলছি এদের কোনো কথায় কান দেয়ার কোনো দরকার নাই ।যারা স্লাইড নিয়ে কাজ করেন নিশ্চিতে কাজ করে যান ।আপনার ভিডিও যদি ভালো হয়, মানসম্মত হয়, যদি কোনো ঝামেলা না করেন মনিটাইজেশন ইনশাল্লাহ ১০০%পাবেনই ।

কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.