নেপালের ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি,প্রথম সিরিজ জয়!

নেপালের ক্রিকেট ইতিহাসে প্রথম সেঞ্চুরি,প্রথম সিরিজ জয়!


এক ম্যাচে দুটি অনন্য মাইলফলক স্পর্শ করেছে দ্রুত এগিয়ে চলা এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশ নেপাল। বাংলাদেশের প্রতিবেশী দেশটি সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। যা তাদের ইতিহাসে প্রথমবার। একই ম্যাচে নেপালের ইতিহাসের প্রথম কোনো সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক পরশ খাড়কা।আরব আমিরাত সফরের প্রথম ওয়ানডে ৩ উইকেটে হেরেছিল নেপাল। কিন্তু পরের দুই ওয়ানডেতে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে। শেষ ওয়ানডেতে নেপালের লক্ষ্য ছিল ২৫৫ রানের। ১ উইকেটে ৮১ রান থেকে ১২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারীরা। এরপর খাড়কার ১০৯ বলে ১৫ চার আর ১ ছক্কায় ১১৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে নেপাল এই লক্ষ্য পেরিয়ে যায় ৩২টি বল হাতে রেখেই।একটা সময় বাংলাদেশের ক্রিকেট এই পর্যায়ে ছিল। ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারবেন, সেটা যেন কল্পনাও করা যেত না। শুরুটা করে দিয়েছিলেন মেহরাব হোসেন অপি। বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। আর এখন নিয়মিতভাবেই প্রতি সিরিজে কেউ না কেউ সেঞ্চুরি করে যাচ্ছেন। সেঞ্চুরির সংখ্যায় তিন ফরম্যাটেই সবাইকে ছাড়িয়ে গেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.