বাজারে আসছে ১৮০০০ mAh ব্যাটারির স্মার্ট ফোন।একবার চার্জ দিলে চলবে টানা ০৭ দিন।

বাজারে আসছে ১৮০০০ mAh ব্যাটারির স্মার্ট ফোন।একবার চার্জ দিলে চলবে টানা ০৭ দিন।


শীঘ্রই বাজারে আসছে Energizer Power Max P18K Pop। ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে Energizer Mobile। কোম্পানি জানিয়েছে Power Max P18K ফোনে থাকবে একটি অবিশ্বাস্য 18,000mAh ব্যাটারি। এছাড়াও থাকবে একটি 18,000mAh ব্যাটারি। এছাড়াও থাকবে একটি ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা, রিয়ার ক্যামেরা আর MediaTek Helio P70 চিপসেট।

আগেই জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে লঞ্চ হবে Energizer Power Max P18K Pop। এই ফোনে থাকছে 6.2 ইঞ্চি FHD+ ডিসপ্লে, MediaTek Helio P70  চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ফোনের পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।  সাথে থাকবে একটি 2 মেগাপিক্সেলের সেন্সর। ফোনের পিছনে থাকছে একটি 12 মেগাপিক্সেল+5 মেগাপিক্সেল+2 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

বৃহস্পতিবার কোম্পানি জানিয়েছে Power Max P18K ফোনে থাকছে একটি বিশাল 18,000 mAh ব্যাটারি। এই ফোনে একবার চার্জ করে 90 ঘন্টা কল করা যাবে। এছাড়াও এক চার্জে 2 দিন ভিডিও দেখা যাবে। কোম্পানি জানিয়েছে একবার চার্জে সর্বোচ্চ 50 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে।

1 টি মন্তব্য:

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.