Opera Mini ব্যবহার করলে পাবেন আনলিমিটেড বিনামূল্যে ডাটা।
ইন্টারনেট ব্রাউজিং কে সুরক্ষিত করতে অ্যাপের মধ্যেই VPN যোগ করল Opera। আপাতত Android ফোনে বিটা ভার্সনে এই ব্রাউজার লঞ্চ করেছে Opera। নতুন Opera ব্রাউজারের VPN ব্যবহার করে বিনামূল্যে যত খুশি ডেটা ব্রাউজ করা যাবে। ধাপে ধাপে সব Opera বিটা গ্রাহকের ফোনে পৌঁছে যাবে এই আপডেট।
কোম্পানি জানিয়েছে ব্রাউজারের মধ্যে থাকা নতুন এই VPN পরিষেবা ইন্টারনেট ব্যবহারের সময় গ্রাহককে সুরক্ষার একটি অতিরিক্ত আস্তরণ দেবে। এর ফলে আরও সুরক্ষিতভাবে গ্রাহক ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।
2016 সালে প্রথম Android অপারেটিং সিস্টেমের জন্য VPN পরিষেবার নিয়ে এসেছিল Opera। গ্রাহকদের মধ্যে এই VPN পরিষেবার দারুণ জনপ্রিয়তা পেলেও 2018 সালে তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় Opera। এবার আলাদা অ্যাপ এর পরিবর্তে ব্রাউজার এর মধ্যেই VPN পরিষেবা নিয়ে এল কোম্পানি। নতুন Opera ব্রাউজার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই