ফেসবুক মেসেঞ্জারে নতুন ফিচার, ম্যাসেঞ্জারে চ্যাটের সময় ফোনের স্ক্রিন শেয়ার করা যাবে।

 ফেসবুক মেসেঞ্জারে নতুন ফিচার, ম্যাসেঞ্জারে চ্যাটের সময় ফোনের স্ক্রিন শেয়ার করা যাবে।



নতুন ফিচার নিয়ে এলো ফেসবুকের কথোপকথনের অ্যাপ মেসেঞ্জার। অ্যাপটিতে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে ০৮ জনকে একসঙ্গে ফোনের স্ক্রিন শেয়ার করা যাবে। এছাড়া ম্যাসেঞ্জার রুমে ১৬ জনের কাছে স্ক্রিন শেয়ার করা যাবে।
অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা নতুন এক আপডেটে এই সুবিধা পাবেন। স্ক্রিন শেয়ারের জন্য ম্যাসেঞ্জারের সর্বশেষ সংস্করণটি ইন্সটল করতে হবে আপনাদের হ্যান্ডসেটে।
ফেসবুক মেসেঞ্জারের পক্ষ থেকে জানা গেছে, স্ক্রিন শেয়ার করার জন্য প্রথমে ভিডিও কল চালুর পর সোয়াইপ আপ করে কল অপশন আনতে হবে, এরপর share your screen এ গিয়ে start sharing ক্লিক করতে হবে, এতে start broadcast লেখাটি ভেসে উঠলে, যা দেখাতে চান তা নেভিগেট করে বের করতে হবে। দেখানো শেষ হলে কলে ফিরে ব্রডকাস্ট বন্ধ করতে হবে।
ফেসবুক মেসেঞ্জারে এই ফিচারটির মাধ্যমে ছবি স্ক্রল করে দেখানো যাবে। এছাড়া একইসঙ্গে অনলাইন শপিং ও সোশ্যাল মিডিয়ার পোস্টও একত্রে দেখা যাবে। জানা গেছে, এই সুবিধা অচিরেই ৫০ জনকে একসঙ্গে ফোনের স্ক্রিন শেয়ার করে দেখানো যাবে।
এই ধরনের টেকনোলজি এবং প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ খবর জানার জন্য সবুজ বাংলা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন।

কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.