ডিলিট হয়ে যাওয়া ফেসবুক গ্রুপ ফেরত ফিরত আনার নিয়ম।

ডিলিট হয়ে যাওয়া ফেসবুক গ্রুপ ফেরত ফিরত আনার নিয়ম।


অনেক আমাদের ফেইসবুক গ্রুপ টি বন্ধ হয়ে যায়, যার কারনে এটা আর ফেসবুকে ভিজিবল থাকে না! আমরা বুঝে পাই না কীভাবে আমাদের গ্রুপটিকে আবার ফিরিয়ে আনবো।

এটা ফেইসবুক  আপডেটের কারনে কিংবা কেউ অতিরিক্ত রিপোর্ট করার কারণে আপনার গ্রুপটিকে ফেসবুক কর্তৃপক্ষ Spam মনে করে এটা বন্ধ করে দিতে পারে। আসলে 10 জন যদি খারাপ কাজ করে আর একজন যদি ভালো কাজ করে এবং তারপর ওদের প্রতিযোগিতা যদি হয় তাহলে ওই 10 জনই জিতবে।

আপনি হয়তো ভাবছেন আপনার গ্রুপটি বন্ধ হওয়ার পর কিভাবে আপনার গ্রুপটিকে আবার ফিরিয়ে আনবেন? আপনার প্রুপটি যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি এই পোস্টটি  ফলো করুন ইনশাল্লাহ আপনার গ্রুপটি সহজ ভাবে আবারও ফেসবুকে ভিজিবল করাতে সক্ষম হবেন। 

প্রথমে আপনাকে নিচে দেওয়া লিংকে যেতে হবে তারপর স্ক্রিনশটটি ফলো করুন!

Link Url: Go to link



উদ্ধার করুন ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া আপনার সাধের ফেসবুক গ্রুপ কে!


উপরে দেওয়া ফরম টি আপনাকে ফলো করতে হবে। এবং নিচের দিকে দেওয়া ডেসক্রিপশন এ আপনি নিজের মত লিখতে পারেন। কিংবা আমি নিচে একটি লিখে দিচ্ছি ওটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন তাহলেই হবে।


Dear Facebook,

My Facebook group has been deleted. When I logged in to Facebook I got the notification.(I attached in the attached screenshot)

I want to clearly ensure that my group didn’t violate any terms of Facebook. And in terms of supporting terrorism(reason for the group has been deleted ) I 100% ensure that we didn’t post anything related terrorism.

Maybe it’s a bug /loophole of Facebook or I don’t know the actual scenario but maybe scammers and spammers posted something inappropriate to my group and reported those posts to Facebook.

Maybe Facebook’s automated bot deleted the group without validating the actual scenario.

I also want to mention that many popular groups from Bangladesh also deleted for the same reason.
Please fix the bug/loophole as soon as possible and recover my group back to me.

Thanks
Your Name Here”

এরপর সাবমিট করে দিন তাহলে 24 থেকে 48 ঘন্টার ভিতরে ফেসবুক আপনাকে একটি মেইল দিবে, এবং আপনি অবা গ্রুপটিকে একটিভ করতে পারবেন।

সতর্কতাঃ- তবে এই পোস্টটির প্রত্যেকটা কথা এবং কাজ না বুঝে করতে গিয়ে আপনাদের যার যার নিজস্ব আইডির আবার বারোটা বাজাবেন না, এবং পরবর্তীতে এসে বলবেন না সবুজ ভাই আপনার কোডটি প্রবেশ করানোর পর আমার এটা কাজ করছে না, ওটা কাজ করছে না, আগে যে কোন পোস্ট ভালোমতো নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন, এবং তারপর প্র্যাকটিসের জন্য আসল আইডি বাদে যেকোনো ফেক আইডি দ্বারা চেষ্টা করবেন। ফেক আইডি টা এক্টিভ করার পর সফলতা অর্জন করলে পরবর্তীতে নিজের আসল আইডি তে প্রয়োজন হলে পরে এই পন্থাগুলো অবলম্বন করবেন, অন্যথায় নয়। কারণ এই পোস্টগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য এবং শিক্ষাদানের জন্য তৈরী করছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।

তো বন্ধুরা এই ছিল ফেসবুক সিরিজের 17 তম পোস্ট, আপনাদের 17 তম এই পোস্টটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর অনুগ্রহ করে সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ বাংলা টিভি অফিশিয়াল ব্লগ ওয়েবসাইটের সাথে থাকবেন, পাশে থাকবেন।

আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:-

https://www.youtube.com/c/SobuzBanglaTV2019

কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.