ফেসবুকের জন্য সকল কালারের কোড ব্যাবহার করার নিয়ম।

ফেসবুকের জন্য সকল কালারের কোড ব্যাবহার করার নিয়ম।


ফেসবুকে বিভিন্ন কালারের পোস্ট বা কমেন্ট করতে আমরা সকলেই কম বেশি চাই। আপনি যদি ওয়েব সাইট ব্যবহার করেন তাহলে খুব সহজেই করা যায় কিন্তু ফেসবুকে আপনি যদি এটা করতে চান তাহলে ফেসবুক হতে সীমাবদ্ধ কিছু সংখ্যক কোড এর দরকার।

যার সাহায্যে আপনি চাইলে যে কোন লেখাকে যে কোন আকর্ষনীয় কালারের রূপ দিতে পারবেন। এই পোস্টটিতে আমি আলোচনা করেছি ফেসবুকের ব্যবহার উপযোগী কিছু  কালার কোড নিয়ে!

যেগুলা ব্যবহার করলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন কালারের পোস্ট করতে পারবেন!

এই পোস্টের নিচে দেওয়া কোড গুলো এক নজরে দেখে নিন এবং এগুলা কিভাবে এপ্লাই করতে হয় তার সম্পর্কেও আমি নিচে আলোচনা করবো। 

(1) <fg=b0ffd700 Golden
(2) <fg=b0000000 Black
(3) <fg=b0ff7f00 Orange
(4) <fg=b0ffff00 Yellow
(5) <fg=b0ff00ff Light pink
(6) <fg=b0ff00ff Dark pink
(7) <fg=b0ff0000 Redish pink
(8) <fg=b0800000 Brown
(9) <fg=b0ffc0cb Light purple
(10) <fg=b06f00ff Dark blue
(11) <fg=b0c0c0c0 Grew
(12) <fg=80ffffff Sky blue
(13) <fg=b000ffff Light blue
(14) <fg=b0bf00ff Purple
(15) <fg=b08f00ff Dark blue
(16) <fg=b0808000 Mehandi Green
(17) <fg=b0f000f0 Majenta
(18) <fg=b00000ff Blue
(19) <fg=b0b08080 Stell Grew
(20) <fg=b0000080 Movve
(21)<fg=b0964b00 Light Brown

এই কোডগুলো ব্যবহার করতে হলে আপনাকে নিচের দেওয়া ফর্মুলা  ঠিকমতো ব্যবহার করতে হবে নয়তো এই কোড গুলা কাজ করবে না!

<b><fg= এখানে আপনার কালার কোড > এখানে আপনার টেক্সট!

অর্থাৎ আপনি যদি এরকম করেন তাহলে কোডটি হবে ঠিক নিচের মত।

<b><fg=b0ffff00>hiii

আর এভাবে আপনি চাইলে উপরের এই পোস্টে ২১ টি কালারের যে কোন কালার ব্যবহার করে ফেসবুকে কালার পোস্ট করতে পারবেন!

সতর্কতাঃ- তবে এই পোস্টটির প্রত্যেকটা কথা এবং কাজ না বুঝে করতে গিয়ে আপনাদের যার যার নিজস্ব আইডির আবার বারোটা বাজাবেন না, এবং পরবর্তীতে এসে বলবেন না সবুজ ভাই আপনার কোডটি প্রবেশ করানোর পর আমার এটা কাজ করছে না, ওটা কাজ করছে না, আগে যে কোন পোস্ট ভালোমতো নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন, এবং তারপর প্র্যাকটিসের জন্য আসল আইডি বাদে যেকোনো ফেক আইডি দ্বারা চেষ্টা করবেন। ফেক আইডি টা এক্টিভ করার পর সফলতা অর্জন করলে পরবর্তীতে নিজের আসল আইডি তে প্রয়োজন হলে পরে এই পন্থাগুলো অবলম্বন করবেন, অন্যথায় নয়। কারণ এই পোস্টগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য এবং শিক্ষাদানের জন্য তৈরী করছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।

তো বন্ধুরা এই ছিল ফেসবুক সিরিজের 13 তম পোস্ট, আপনাদের 13 তম এই পোস্টটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর অনুগ্রহ করে সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ বাংলা টিভি অফিশিয়াল ব্লগ ওয়েবসাইটের সাথে থাকবেন, পাশে থাকবেন।

আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:-

https://www.youtube.com/c/SobuzBanglaTV2019

1 টি মন্তব্য:

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.