Continue Reading এর মধ্যে আপনার ফেসবুক পেইজের লিংক দেওয়ার নিয়ম।
Continue Reading এর মধ্যে আপনার ফেসবুক পেইজের লিংক দেওয়ার নিয়ম।
ফেইসবুক পেইজ কেউ এটা কে তৈরি করতে পারেন, নিজের সৃজনশীলতা যাচাইয়ের জন্য।কিংবা অনেকেই এটা তৈরি করে তাদের ব্যবসা প্রোডাক্টগুলোকে প্রমোট করার জন্য। কিন্তু ফেসবুক পেইজে মেইন গোল হল পেইজের ফ্যান কিংবা লাইক অর্থাৎ আপনার পেইজে যত বেশি গ্রাহক থাকবে! আপনার পেইজটি ঠিক ততই বেশি একটিভ এবং আপনার কাজে ঠিক মত লাভ পাইয়ে দিবে।
কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না পেজ টা কে প্রোমোট করার জন্য। আসলে প্রমোট করলে খুব কম সময়ে পেজটাকে আপনি ভাইরাল করে দিতে পারেন।কিন্তু এটা শুধুমাত্র একমাত্র উপায় নয়।
আপনি চাইলে আপনার পেইজ লিংক কে ভালোভাবে সাজিয়ে কন্টিনিউ রিডিং এর ভিতরে আপনার পেইজের লিংক দিয়ে আপনি আপনার পেজ টা কে প্রোমোট করতে পারবেন।এজন্য আপনি বড় বড় গ্রুপের কমেন্ট বক্স ব্যবহার করতে পারেন!
এরকম অনেক গ্রুপ আছে যেগুলো আমরা প্রায় 10 মিলিয়ন 5 মিলিয়ন কিংবা তার চেয়ে অধিক মেম্বারস আছে। আপনি চাইলে দেখতে পারবেন ওই সব গ্রুপে অনেক মেম্বার থাকেন যারা পোস্টের নিচে কমেন্ট করে!
আপনি যদি চান তাহলে আপনার পেইজ টা থেকে ভালো কিছু আকর্ষণীয় লেখা লিখে কিছু লেখার পর কন্টিনিউ রিডিং এর ভিতরে আপনার পেইজের লিংক দিতে পারেন। এতে করে যেকোনো ইউজার যখন আপনার লিংকটি দেখার পর কন্টিনিউ রিডিং এ ক্লিক করবে তখনই আপনার পেইজে সে চলে আসবে।
আর যদি পেজটা ভালো লাগে তাহলে সে আপনার পেইজের ফ্যান কিংবা ফলোয়ার হয়ে যাবে।এতে করে আপনি খুব অল্প সময়ে আপনার পেজের ফ্যানদের বাড়াতে পারবেন! এবং আপনি যে উদ্দেশ্যে পেজটা ব্যবহার করেন না কেন আপনি আপনার উদ্দেশ্যকে সার্থক করতে পারবেন খুব অল্প সময়র মধ্যে।
কিন্তু প্রশ্ন হলো কিভাবে এটা করবেন? এর জন্য আপনাকে একটি কোডের সহযোগিতা নিতে হবে। যার সাহায্যে আপনি কন্টিনুয়ে রিডিং এর ভিতরে আপনার পেইজের লিঙ্ক টা দিতে পারবেন এবং খুব সহজে লাইক বাড়াতে পারবেন!
এর জন্য আপনাকে নিচের কোডটি কপি করতে হবে এবং আপনার লিখাটি লিখে সেটা পেস্ট করতে হবে। ঘাবড়াবেন না কিভাবে এটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি!
এখানে দুইটি কোড আছে এই উভয় কোডগুলি দরকারি। কিভাবে আপনি এটা ব্যাবহার করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি!
@[আপনার পেইজের লিংক কোড:]
@@[0:আপনার পেইজ কোড:1: কন্টিনিউ রিডিং]]
সাবধান এখানে কোন স্পেস দিবেন না!
কন্টিনিউ রিডিং এ জায়গায় আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না।এখন প্রশ্ন হল আপনার পেইজ কোডটি আপনি কোথায় পাবেন? এর জন্য আপনাকে আপনার পেইজে ভিজিট করতে হবে এবং আপনার পেইজে লিঙ্ক থেকে আপনি কোডটি পেয়ে যাবেন।
বুঝতে সমস্যা হলে আপনি নিচের স্ক্রিনশট ফলো করতে পারে। এখন আপনার পেজ থেকে এবাউট এ ক্লিক করুন!
তারপর এই পেইজে আসার পর পেইজটা একটু নিচের দিকে স্ক্রল করুন তাহলে আপনি একেবারে সর্বশেষ এ আপনার পেইজ আইডিটি দেখতে পাবেন!
ব্যাস এবার আপনি চাইলেই যে কারো পোস্টের নিচে কমেন্ট করে দেখতে পারেন যে লিঙ্কটি কাজ করেছে কিনা! ইনশাল্লাহ 100% কাজ হবে। এবং আপনি খুব সহজেই আপনার পেইজ টাকে অনেক বড় করতে পারবেন! তাহলে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।
সতর্কতাঃ- তবে এই পোস্টটির প্রত্যেকটা কথা এবং কাজ না বুঝে করতে গিয়ে আপনাদের যার যার নিজস্ব আইডির আবার বারোটা বাজাবেন না, এবং পরবর্তীতে এসে বলবেন না সবুজ ভাই আপনার কোডটি প্রবেশ করানোর পর আমার এটা কাজ করছে না, ওটা কাজ করছে না, আগে যে কোন পোস্ট ভালোমতো নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন, এবং তারপর প্র্যাকটিসের জন্য আসল আইডি বাদে যেকোনো ফেক আইডি দ্বারা চেষ্টা করবেন। ফেক আইডি টা এক্টিভ করার পর সফলতা অর্জন করলে পরবর্তীতে নিজের আসল আইডি তে প্রয়োজন হলে পরে এই পন্থাগুলো অবলম্বন করবেন, অন্যথায় নয়। কারণ এই পোস্টগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য এবং শিক্ষাদানের জন্য তৈরী করছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা এই ছিল ফেসবুক সিরিজের 37 তম পোস্ট, আপনাদের 37 তম এই পোস্টটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর অনুগ্রহ করে সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ বাংলা টিভি অফিশিয়াল ব্লগ ওয়েবসাইটের সাথে থাকবেন, পাশে থাকবেন।
আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:-
কোন মন্তব্য নেই