কালি লিনাক্স ব্যবহার করে ওয়াইফাই হ্যাকিং এর দুইটি মেথড।

Wifi Hacking kali linux মেথড


আমি দেখেছি ওয়াইফাই হ্যাক করার প্রতি মানুষের অনেক আগ্রহ তাই আজকে আমি আপনাদের বলবো কিভাবে ওয়াইফাই হ্যাক করতে হয় কালি লিনাক্স ব্যাবহার করে।

 প্রথম মেথড 


আপনি যদি Wifi Hack করতে চান, তাহলে আপনাকে আগে Wifi Technology সম্পর্কে জানতে হবে! এইটা কি? কিভাবে কাজ করে? পাশাপাশি Wifi device সম্পর্কেও আপনাকে ধারণা নিতে হবে। আজ আমি আপনাদের সাথে ওয়াইফাই হ্যাকিং এর একটি মেথড শেয়ার করতে যাচ্ছি । আপনি চাইলে যেকোনো পিসি দিয়ে এটি করতে পারেন । এজন্য আমাদের যা প্রয়োজনঃ ডেক্সটপ অথবা ল্যাপটপ , কালি লিনাক্স অপারেটিং সিস্টেম । তবে আপনার পিসিতে স্থায়ীভাবে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম হিসেবে সেট আপ না থাকলেও চলবে । সেক্ষেত্রে বুটাব্যল কালি লিনাক্স লাইভ পেনড্রাইভ থাকলেই চলবে কিংবা Virtual Box /Vmware এ লিনাক্স অপারেটিং সিস্টেম হিসেবে সেট আপ থাকলেও চলবে।
লিনাক্স চালু করেই দেখছেন , আমার রাউটারটির নেটওয়ার্ক যেটিকে ফরগেট করে দিয়েছি । যদিও শুধু লাইভ সিস্টেমে কোনো প্রকার ডেটা সেইভ থাকে না। এবার আমরা লিনাক্সের টুল মেনু থেকে ওয়্যারলেস অ্যাটাক থেকে ফার্ন ওয়াইফাই ক্রাকার টুলটি ওপেন করবো।
ওপেন হলেই দেখতে পাবেন ইন্টারফেস কার্ড সিলেক্ট করার অপশন। সিলেক্ট করুন। এবার এক্সেস পয়েন্ট টি চালু করুন। এবার যেটি করতে হবে আপনাকে , ডেটাবেজ থেকে আপনাকে এর ডেটালিস্টটি খুঁজে বের করতে হবে। তবে আপনি টুল বক্সের সাহায্য ও নিতে পারেন। এবার ডিরেক্টটেড নেটওয়ার্কের মধ্য থেকে যে নেটওয়ার্ক টি আপনি অ্যাকসেস করবে, সেটি ক্লিক করতে হবে।
এখানেই গুরুত্বপূর্ণ কাজটি আমাদের করতে হবে । ম্যাক এড্রেস টি আপনার জানা থাকলে তো ভালো বা জানা না থাকলেও আপনি বের করতে পারবেন। তাও যদি না পারেন তাহলে চিন্তার কোনো কারণ নেই এখানে ডেটা বেইজ থেকে ডেটা ফাইলটি সিলেক্ট করে দিলেই হবে। এবার অ্যাটাকে ক্লিক করে অপেক্ষা করুন। পাসওয়ার্ড দূর্বল হলে সাথে সাথে এক্সেস হয়ে যাবে।
বি.দ্র. টুলটি দিয়ে আপনি সরাসরি পাসওয়ার্ড শো করাতে পারবেন না। এটি অন্য উপায়ে করতে হবে। তবে আপনি কানেক্ট হতে পারবেন। এটিই তো যথেষ্ট , তাইনা! কেন পাসওয়ার্ড শো করবে না তা নিশ্চয়ই বুঝতে পারছেন। সরাসরি কানেক্ট হয়ে যায় এজন্য।

টুলটি ক্যাপিটাল আর স্মল এর মধ্যে মাঝে মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে ফলে অনেক সময় কানেক্ট হয় না । কিন্তু একটু বুদ্ধি খাটালেই আপনি এক্সেস পেয়ে যাবেন। ইনশাআল্লাহ !

দ্বিতীয় মেথড


আমরা প্রথমে টারমিনাল ওপেন করবো। তারপর 'sudo su' টাইপ করুন। তারপরে টাইপ করবো 'ifconfig' । তারপরে এন্টার প্রেস করবো।
তারপর টাইপ করতে হবে 'airmon-ng check kill' । এবার এন্টার প্রেস করুন।
এবার টাইপ করতে হবে 'airmon-ng check' । আবার এন্টার প্রেস করুন।
এখন টাইপ করতে হবে 'airmon-ng start wlan0' এন্টার প্রেস করুন।
তারপর দেখবেন একটা BSSID নাম্বার আসবে এবং কোন BSSID নাম্বার এর কোন ওয়াইফাই, তা পাশেই লেখা থাকবে। আপনারা যে ওয়াইফাই হ্যাক করবেন তার BSSID নাম্বার কপি করবেন। এখন দেখবেন কোনো এক্সটেনশন আসছে না। যার কারণে আপনারা কিছু টাইপও করতে পারবেন না। তাই এক্সটেনশন আনতে [Ctrl+C] প্রেস করেন। এখন যে এক্সটেনশন আসবে সেখানে টাইপ করেন।
'reaver -i wlan0mon -b এখানে আগের কপি করা BSSID নাম্বার পেস্ট করেন -vv -K 1' তারপর এন্টার প্রেস করলেই আপনার কাঙ্ক্ষিত ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক হওয়া শুরু করবে। কিছুক্ষণ পরে আপনার কাঙ্ক্ষিত ওয়াইফাই এর পাসওয়ার্ড নিচে লেখা থাকবে। পাসওয়ার্ড কোনটা সেটা বুঝতে হলে খেয়াল করবেন যে, 'PSK:' লেখাটা। 'PSK:' এর পাশেই পাসওয়ার্ড টা লেখা থাকবে।

যাদের ডেক্সটপ তাদের মনিটরিং মুড সাপোর্ট করানোর জন্য ওয়াই ফাই এডাপ্টর লাগানো লাগবে যা ল্যাপটপে প্রয়োজন নেই।


আশা করছি আজকের এই পোস্টটি অনেক উপকারি ছিল, আর আপনাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আর আজকের এই পোস্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই পোস্টটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করার চেষ্টা করবেন।
আর এই ধরনের আকর্ষণীয় এবং চমকপ্রদ, বাস্তব সত্যি, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত তথ্য জানার জন্য সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।তাহলে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য। আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla Cyber Army এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:-

https://www.youtube.com/channel/UCt2TKd4f6oQrzWh-GASXxPw?pbjreload=102

কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.