অনলাইনে আয় করার সেরা ১০ ফ্রিল্যান্সিং সাইট৷

অনলাইনে আয় করার সেরা ১০ ফ্রিল্যান্সিং সাইট


বর্তমান সময়ে আমরা ইন্টারনেট কে শুধু ইন্টারটেটমেন্ট বা ইনফরমেশন এর জন্য ব্যবহার করি না৷এখন আমরা ইনডিপেন্টস জবস ও করেত পারি, তার মধ্যে সবথেকে সেরা উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্থাপন করা৷এরজন্য আপনি ইন্টারনেটে বহু ফ্রিল্যান্সিং সাইট পেয়ে যাবেন এবং তার মধ্যে কিছু খুব ভালো সাইট আছে,যেগুলোতে আপনি কাজ করতে পারেন

আমরা এই আর্টিকেলে কিছু ভালো সাইট সম্পর্কে আলোচনা করবো যেগুলোতে ফ্রিল্যান্সার দের ভালো রিভিউ পাওয়া গেছে৷এই সাইট গুলো থেকে বিশ্বের বিভিন্ন দেশের বহু মানুষ হাজার হাজার ডলার আয় করছেন ফ্রিল্যান্সিং জব করে

অনলাইন ফ্রিল্যান্স সাইট এর মাধ্যমে বিংশ শতাব্দীতে কাজ করার পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে ফেলেছে৷ আমরা আজ যেকোনো জায়গা থেকে কাজ করতে পারি,কতটা পরিমান কাজ করবো,কখন কাজ করবো,সবই আমাদের ইচ্ছার উপর নির্ভর করে৷ এখানে আমাদের রোজ সকলে উঠে অফিস যেতে হবে না বা মাসে ৩০ দিন কাজ করতে হবে না,পরিবার থেকে দূরে ও থাকতে হবেনা৷আমরা পুরোপুরি স্বাধীন (We are your own bosses!).

গত ৩-৪ বছরে এই ইন্ডাস্টিরি অনেক গ্রোথ করেছে,তার সঙ্গে সঙ্গে অসংখ্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ও লঞ্চ করেছে,যেখানে হাজার হাজার ফ্রিল্যান্সারা তাদের ক্যারিয়ার স্থাপন করছেন৷ তাই আমি অনেক রিসার্চ ও রিভিউ করার পর,এদের মধ্যে সবথেকে ১০টি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আপনাদের সঙ্গে শেয়ার করবো,যেগুলো তে কাজের অভাব নেই এবং ভালো ইনকাম ও করার সুযোগ রয়েছে৷




কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.