ভবিষ্যতের নতুন ইন্টারনেট ওয়েব ৩.০! নতুন ইন্টারনেট ওয়েব ৩.০, আমাদের যা জানা নেই।
ভবিষ্যতের নতুন ইন্টারনেট ওয়েব ৩.০! নতুন ইন্টারনেট ওয়েব ৩.০, আমাদের যা জানা নেই।
বর্তমানে আমার যে ইন্টারনেট ব্যবহার করছি তা Web ২ ভার্সনের। এখন এ ভার্সনের পরিবর্তে আসছে Web 3.
তবে টুইটারের সহ-প্রতিষ্ঠান জ্যাক ডরসি Web3 সম্পর্কে ব্যাপক সমালোচনা করেছেন। তার মতে এটি হবে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে উপযুক্ত প্লাটফর্ম। যার মাধ্যমে ব্যবসায়ীরা আরও বেশি মূলধন অর্জনের সুযোগ পাবে।
ওয়েব ১.০
কতিপয় স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে গড়ে উঠেছিলো প্রথম যুগের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সেখানে মডেম দিয়ে ডায়াল করা বা টেলিফোন ক্যাবল ব্যবহার করে বাসার অন্য সবাইকে টেলিফোন ব্যবহার করতে না দেয়া ছিলো খুবই পরিচিত দৃশ্য। এ সময়ে ইন্টারনেট চালানো ছিল খুবই কঠিন ব্যাপার।
এরপর এলো ওয়েব ২.০
২০০৪ সাল থেকে শুরু হওয়া ইন্টারনেটের নতুন ভার্সন ওয়েব ২.০ আজ অবধি চলছে। এ ইন্টারনেটের গতি বৃদ্ধি পেলো, হরেক রকম ইন্টারেক্টিভ কন্টেন্টে ভরে উঠলো ইন্টারনেট। তথ্য আদান প্রদানের যে সংস্কৃতি, তা গড়ে উঠলো ফেসবুক, ইউটিউব, উইকিপিডিয়া, ফ্লিকার, টুইটার ইত্যাদির মাধ্যমে।
এখন প্রশ্ন হলো কেন আসছে ওয়েব ৩.০?
ওয়েব ২.০ আমাদের সামনে নতুন কিছু দিগন্ত উন্মেচন করেছে। এই ভার্চুয়াল দুনিয়ার নিয়ন্ত্রণে কতিপয় মোড়ল তৈরি হয়। যেমন: ফেসবুক, উবার, এয়ার বিএনবিসহ সমজাতীয় সাইবার প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে প্রচুর অর্থ আয় করার জন্য। আর এই জায়গা থেকেই মূলত আসছে ওয়েব ৩.০। আর মাধ্যমে গড়ে উঠবে তথ্য আদান-প্রদানের মুক্ত এক নেটওয়ার্ক।
ইন্টারনেটের নতুন এই ভার্সনে কোনো সরকার বা অথোরিটি চাইলেই কোনো সাইট বা সার্ভিস বন্ধ করে দিতে পারবে না। কোনো ব্যক্তি পারবে না অন্য কারো তথ্য নিয়ন্ত্রণ করতে। হ্যাকিং এবং ডাটা ব্রিচিংয়ের হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে।
সূত্র: খালিজ টাইমস
ভাই কবে আসছে কিভাবে আসছে কে নিয়ে আসছে এই তথ্য জানতে চাচ্ছিলাম
উত্তরমুছুনWeb 3.0 : (2010-beyond) - Semantic Web
মুছুন