এখন আর কথা বলতে টাকা পয়সা লাগে না…।

এখন আর কথা বলতে টাকা পয়সা লাগে না…।

মোবাইল ফোনের যুগে আজকাল মানুষ বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ফোনে যোগাযোগ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এরই ধারাবাহিকতায় চালু করা হয়েছে নতুন অ্যাপ ‘GGfone’।
গত মে মাসে যাত্রা শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই ‘GGfone’ ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়ে গেছে কয়েক লাখ।
অ্যাপটির কর্তৃপক্ষ বলছেন, এই অ্যাপ দিয়ে খুবই কম রেটে বিশ্বের যে কোনো প্রান্তে মোবাইল ফোন অথবা ল্যান্ড ফোনে কথা বলার সুযোগ রয়েছে। হাই কোয়ালিটির ফ্রি ভিডিও কলিং সুবিধা তো থাকছেই। রয়েছে একাধিক উপায়ে ফ্রি ক্রেডিট পাওয়ার সুযোগ।
ভিডিও দেখে, দৈনিক কিছু টাস্ক করে অথবা গেইম খেলে এই ক্রেডিট অর্জন করা যাবে।
আবার নিয়মিত লটারির মাধ্যমে অনেকেই জিতে নিচ্ছেন শত কিংবা হাজারো ক্রেডিট। আর এই ক্রেডিট দিয়েই করা যাবে ফ্রি আন্তর্জাতিক কল।
এতো সুযোগ-সুবিধার কারণেই খুব কম সময়ে মানুষের মন জয় করে নিয়েছে ‘GGfone’।
সংশ্লিষ্টরা আশা করছেন, খুব কম সময়েই অ্যাপটি বিশ্বে প্রথম সারির একটি যোগাযোগ মাধ্যমে পরিণত হবে।অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.