ব্লাক ম্যাজিক।

ব্লাক ম্যাজিক।

আমরা ভাবি শুধু নখ চুল ব্যবহৃত কাপড় এইসব নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে বুঝি ...
কিন্তু আপনার ধারনাও নাই আরো কত কিছু দিয়ে,কত ভাবে যে ব্ল্যাক ম্যাজিক করা যায় ...
আমার লিস্টে এমন অনেক আপু আছে যাদের জামাইদের সাথে সম্পর্ক খুব ভাল মা শা আল্লাহ,
এর মাঝে পর্দা ওয়ালাও আছে আবার বেপর্দা ওয়ালাও আছে ...
কেউ কাপল পিক আপলোড করে থাকেন আবার কেউ শুধু জামাইর পিক আপলোড করেন,আর জামাই কি রকম করে ভালবাসে সেটা লিখেন।
একটু ভেবে দেখেন কি কি হতে পারে,
আপনার কোন শত্রু নাই কিন্তু হতে কতক্ষন?
জমিজমা নিয়ে আপনার বাবার সাথে আত্মীয়দের বিবাদ লেগেছে,আপনার বাবাকে কষ্ট দিতে আপনাকেই বেছে নিতে পারে,আর তখন আপনিই তাদের হেল্প করবেন এ কাজে পিক আপলোডকৃত পিক দিয়ে!
আপনার ভাই এর সাথে কারো গণ্ডগোল হলো,তাকে কষ্ট দিতে আপনাকেই বেছে নিতে পারে!
আপনার বান্ধবির হয়ত সংসারে অশান্তি আর আপনি তার কাছে সব সময় জামাই নিয়ে সুখের সংসারের কথা বর্ননা করেন, সে আর কত সহ্য করবে? " আমি ভুগি এবার তুইও ভুগ " অবাস্তব কিছু কি?
সোশাল মিডিয়ায় এতো পিক দিচ্ছেন,কত অপরিচিত মানুষ দেখছে, কত জনের নজর লাগতে পারে জানেন আপনি?
ধরেন কেউ ব্লাক ম্যাজিক শিখলো, এক্সপেরিমেন্ট হিসেবে আপনার পিক ও তো ইউজ করতে পারে ? সে ক্ষেত্রে আপনার কোন শত্রুও থাকা লাগবে না ...
আপনি খুব সুখে আছেনন,সুখে থাকবেন ইন শা আল্লাহ,কিন্তু কেউ জানবেনা সেই সুখের গল্প গুলো ...
এটা চান নাকি এমন টা হোক চান যে আপনার সুখের কিচ্ছা অনেক মাশহুর হোক,কত জন জানবে কত জন আলাপ করে, লাইলি মজনু,শিরি ফরহাদের মত আপনাদের কিচ্ছাও অমর হয়ে রবে ...
এরপর কারো নজর লাগবে বা কেউ ব্লাক ম্যাজিক করবে, তারপর আপনাদের সে সুখের সংসারে ফাটল ধরবে ...
চয়েজ ইজ ইউরস।
আমার নিজের জানা দেখা একটা কাহিনী বলি,কাহিনী টা আরবেই।
খুব ঘনিষ্ঠ দুই বান্ধবি ছিল, তাদের মাঝে এক জনের বিয়ে হলো,এবং সে অনেক বেশিই সুখী, বিয়ের পরেও বান্ধবির সাথে তার আগের মতই যাতায়াত, যোগাযোগ, সেই আগের মত মিল, সারাক্ষণ জামাইর কথা শেয়ার করে,ভালবাসার কথা বলে ...
এভাবে দুই বছর, আরেক জনের তখনো বিয়ে হয়নি, মানে হচ্ছেনা কোন এক কারনে ...
বিয়ের দুই বছর উপলক্ষে বান্ধবি কে একটা বড় লকেট ওয়ালা খুব সুন্দর চেইন গিফট করে অপর বান্ধুবি ...
ঠিক সেইদিন থেকে সংসারে খুব অশান্তি,এতো অশান্তি যে ছাড়াছাড়ি হয়ে যাবে এমন অবস্থা ... মেয়েটা খুব চিন্তিত হয়ে পরে,কারন এমন কোন কিছুই হয়নি যে এভাবে এতো অশান্তি লেগেই থাকবে ...
সে এক শাইখের সাথে যোগাযোগ করলো, সব জানালো ...
যাইহোক মাঝে অনেক কাহিনী, ফাইনালি কি বের হলো জানেন ? সেই লকেটের ভিতর ব্ল্যাক ম্যাজিক ...
প্রানের বান্ধবির মনেও হিংসে ঢুকেছে যা তাকে খুব কষ্ট দিচ্ছে নিজের বিয়ে না হওয়ার কারনে ...
এবার বুঝলেন? শত্রুও থাকা লাগে না ...
ছবি গুলো দেখেন,ছেলেটার কপালে লেখা "তালাক" এবং দুই জনের মাঝে লাল সুতা দেওয়া, এর ব্যাখ্যা না জানলেও বুঝাই যাচ্ছে তাদের কে আলাদা করার ম্যাজিক এটা ...
আশা করি এর পরেও আপনাদের খুব ভাল লাগবে জামাই কে খুব কাছ থেকে ঘেসে ধরে পিক তুলে তা আপলোড দিতে
আমার লিস্টে এমন অনেক আপু আছেন, যারা আমাকে পছন্দও করেন,কিন্তু তাদের অতিমাত্রায় জামাই নিয়ে পিক পোস্টের কারনে আমি আনফলোও দিয়ে রাখি,এরা পিক পোস্ট করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে পিক পোস্টের সময় খেয়ালো করেনা জামাইর গায়ে কাপড় আছে নাকি নাই!
কিছু কিছু হুজুর আপুদের কেও দেখি বাচ্চা সহ জামাইর পিক পোস্ট দেন।
আমার কি সমস্যা সবাই পিক দিলে? আমার খারাপ লাগে না,তাও নাসিহা করছি পিক না দিতে, শুধু চাই আপনাদের সুখের সংসার টা সুখেই থাকুক,কারো নজর না লাগুক
না পিক আপলোড করবেন,না নিজেদের সুখের কথা কারো সাথে শেয়ার করবেন,না কোন সমস্যা শেয়ার করবেন
ﺇﻥّ ﻣﻦ ﺃﺷﺮّ ﺍﻟﻨﺎﺱ ﻋﻨﺪ ﺍﻟﻠﻪ ﻣﻨﺰﻟﺔ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ : ﺍﻟﺮﺟﻞ ﻳﻔﻀﻲ ﺇﻟﻰ ﺍﻣﺮﺃﺗﻪ ﻭ ﺗﻔﻀﻲ ﺇﻟﻴﻪ ﺛﻢ ﻳﻨﺸﺮ ﺳﺮﻫﺎ .
কিয়ামতের দিন আল্লাহর দরবারে সর্ব-নিকৃষ্ট ব্যক্তি সে, যে নিজের স্ত্রীর সাথে মিলিত হয় এবং যার সাথে তার স্ত্রী মিলিত হয়, অতঃপর সে এর গোপনীয়তা প্রকাশ করে বেড়ায়।
- মুসলিম ২৫৯৭.

কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.