VPN ব্যবহারকারীরা সাবধান!

VPN ব্যবহারকারীরা সাবধান!


নিরাপদ ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেয়ার পরিবর্তে গ্রাহকের তথ্য পাচার করছে শীর্ষস্থানীয় ভিপিএন সফটওয়্যার। বিভিন্ন প্লাটফর্মের ১৫০টি শীর্ষস্থানীয় ভিপিএন অ্যাপের এক-পঞ্চমাংশ ম্যালওয়্যারে আক্রান্ত এবং এক-চতুর্থাংশ অ্যাপে গোপনীয়তা লঙ্ঘন হয় এমন বাগ বা ত্রুটি রয়েছে। যে কারণে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পাচার হওয়ার ঝুঁকি রয়েছে।ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন হলো কোনো পাবলিক নেটওয়ার্কের মধ্যে একটি বিশেষ নেটওয়ার্ক সিস্টেম, যা ইন্টারনেট ব্যবহারকারীকে সম্পূর্ণ নিরাপদ ডাটা আদান-প্রদানে সহায়তা করে। পাশাপাশি কোনো দেশ বা নির্দিষ্ট অঞ্চলে নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট এবং ব্লক করে দেয়া ইন্টারনেট কনটেন্ট দেখার জন্যও ভিপিএন কার্যকর।মেট্রিকস ল্যাবসের দাবি, যেসব ভিপিএন অ্যাপ বিনা মূল্যে ডাউনলোড করা যায়, সেগুলো থেকে বেশি তথ্য পাচার হচ্ছে। বেশির ভাগ ভিপিএন ব্যবহারকারীর ডিএনএস তথ্য ফাঁস করেছে। এ তথ্য ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা গোয়েন্দা বিভাগ যেকোনো অনলাইন কার্যক্রমে নজরদারি করতে পারে। এ কারণে ভিপিএন ব্যবহার করেও অনলাইনে সুরক্ষিত থাকছেন না ব্যবহারকারী।প্রতিষ্ঠানটির দাবি, ১৫০টি ভিপিএন অ্যাপের মধ্যে ৯৯টি অপ্রয়োজনীয় তথ্যের জন্য অনুমতি চায়। বাকি অ্যাপগুলো অবস্থানগত তথ্য আর ৫৭টি ব্যক্তিগত তথ্য নিতে চায়। এছাড়া ক্যামেরা, মাইক্রোফোন, বার্তা পড়ার অনুমতিও চায় এসব অ্যাপ। ভিপিএন অ্যাপের এ ধরনের তথ্য নেয়ার অনুমতি চাওয়া সন্দেহজনক।

1 টি মন্তব্য:

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.