দুঃসংবাদ!এপ্রিল মাস থেকে পুরনো স্মার্টফোন এবং উইন্ডোজ ফোনে আর চলবে না ফেসবুক।
এপ্রিল মাস থেকে পুরানো ধাচের স্মার্টফোনে ফেসবুক ও ম্যাসেঞ্জার অ্যাপ চালানো যাবে না। এই কার্যক্রম বন্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করেছে ফেসবুক। ব্যাখ্যায় বলা হয়, বর্তমানযুগের সঙ্গে তাল মেলাতে ভিডিওকল, গেমসসহ নিত্য নতুন অনুষঙ্গ আসছে ফেসবুকে। পুরোনো অ্যাপগুলো দিয়ে নতুন এসব সুবিধা পাওয়া যাবে না।যেসব অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক ভি ফিফটি ফাইভ এবং ভি টেন ম্যাসেঞ্জার অ্যাপ চলছে সেসব এখন থেকে আর চলবে না বলে ঘোষণা দিয়েছে এই সামাজিক মাধ্যম জায়ান্ট। আইপ্যাডের ক্ষেত্রে ফেসবুকের ভি টুয়েন্টিসিক্সের চেয়ে পুরানো সংস্করণ এবং আইওএস-এর ক্ষেত্রে মেসেঞ্জারের ভি এইটের চেয়ে পুরানো সংস্করণও অকেজো হয়ে যাবে।তাই মোবাইলফোনে ফেসবুকের সর্বশেষ সংস্করণটি দ্রুত আপডেট করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তা সম্ভব না হলে ‘ফেসবুক লাইট’ সংস্করণটিও ব্যবহার করা যাবে। সর্বশেষ সংস্করণটি যদি স্মার্টফোনে সাপোর্ট না করে তাহলে মোবাইলফোনের ব্রাউজার দিয়ে ভিজিট করা যাবে ‘ফেসবুক ডট কম’, এই ওয়েবসাইটে।
কোন মন্তব্য নেই