মানুষের মলমূত্র দিয়ে তৈরি করা হলো ইট।
মানুষের মলমূত্র দিয়ে তৈরি করা হলো ইট।
বর্তমানে জৈব বর্জ্যের পুনর্ব্যবহারের নানা রকম প্রচেষ্টা করা হচ্ছে।সেই প্রচেষ্টারই আরেকটি মাইলফলক তৈরি করলেন অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইন্সটিটিউট অফ টেকনোলজির একজন ইঞ্জিনিয়ার আব্বাস মোহাজেরানি।মানুষের উৎপাদিত বর্জ্য পদার্থের অনেকখানি অংশই কৃষিক্ষেত্রে মাটির উর্বরতা বাড়াতে ব্যবহৃত হয়।তার পরেও অবশিষ্ট বর্জ্য পদার্থ সাধারণত জলাভূমি বা গভীর কোনও জায়গা বুজিয়ে জমি তৈরির জন্য ব্যবহৃত হয়।মোট বর্জ্য পদার্থের ৫০ থেকে ৭০ শতাংশই জমিতে ব্যবহৃত হলে বাকি অংশটি ভরাট করার কাজে লাগানো হয়।আব্বাস ও তাঁর সহকারী একটি দল গবেষণা করে বলছেন যে ভরাট করার কাজে ব্যবহার না করে অবশিষ্ট বর্জ্য পদার্থ দিয়েই বানানো যেতে পারে ইট।
শুধুমাত্র নিউ ইয়র্ক শহরেই রোজ ১‚২০০ টন বর্জ্য উৎপাদিত হয় যা স্থানান্তরিত করতে ৫০ টিরও বেশি ট্রাকের প্রয়োজন হয়।ইউনাইটেড স্টেটসে উৎপাদিতা ৭০ থেকে ৮০ লক্ষ টন বর্জ্য পদার্থের এক তৃতীয়াংশ ভরাট করার কাজেই ব্যবহৃত হয়।এর বিকল্প হিসেবেই এর থেকে তৈরি করা যেতে পারে ইট।আব্বাস ও তাঁর সহকারী দল বর্জ্য দিয়েই বানিয়েছেন ইট | মেলবোর্নের ২ টি ওয়েস্টওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বর্জ্য সংগ্রহ করে তার সঙ্গে নানা অনুপাতে মেশানো হয়েছে মাটি।তারপর এই মিশ্রণ দিয়ে বানানো ইটগুলিকে ২‚০০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ১০ ঘন্টা রাখা হয়।এর ফলে যে ইটগুলি তাঁদের হাতে এসেছে তা পোড়ামাটির তৈরি ইটেরই প্রায় সমান।এই ইটগুলি সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী বলেও জানাচ্ছেন আব্বাস।পৃথিবীর মোট জৈব বর্জ্যের মাত্র ১৫ শতাংশ ইট তৈরির কাজে ব্যবহার করা হলেও সম্পূর্ণ পরিমাণ বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার করা সম্ভবপর হবে বলেও জানিয়েছেন তিনি।
জৈব বর্জ্য দিয়ে ইট তৈরি করতে সাধারণ ইট তৈরির থেকে অনেক কম তাপমাত্রা লাগে।এতে খরচও বাঁচানো সম্ভব হবে।এই ইটগুলি পোড়া মাটির তৈরি ইটের তুলনায় অপেক্ষাকৃত হাল্কা।এবং জৈব বর্জ্য তাপ পরিবহণ করতে বিশেষ সক্ষম না হওয়ায় এই ইটগুলি দিয়ে তৈরি বাড়িঘর ঠান্ডা থাকবে।পোড়া মাটির তৈরি ইটের তুলনায় জৈব বর্জ্য দিয়ে তৈরি ইটগুলি কম শক্ত হলেও এগুলি ব্যবহার করলে দূষণের মাত্রা কমবে।তাই ট্রিটমেন্ট প্ল্যান্টের অতিরিক্ত পরিমাণ বর্জ্য নিষ্কাশনে এবার থেকে কাজে লাগানো যেতে পারে তা দিয়ে ইট তৈরির এই অভিনব পদ্ধতি।
বর্তমানে জৈব বর্জ্যের পুনর্ব্যবহারের নানা রকম প্রচেষ্টা করা হচ্ছে।সেই প্রচেষ্টারই আরেকটি মাইলফলক তৈরি করলেন অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইন্সটিটিউট অফ টেকনোলজির একজন ইঞ্জিনিয়ার আব্বাস মোহাজেরানি।মানুষের উৎপাদিত বর্জ্য পদার্থের অনেকখানি অংশই কৃষিক্ষেত্রে মাটির উর্বরতা বাড়াতে ব্যবহৃত হয়।তার পরেও অবশিষ্ট বর্জ্য পদার্থ সাধারণত জলাভূমি বা গভীর কোনও জায়গা বুজিয়ে জমি তৈরির জন্য ব্যবহৃত হয়।মোট বর্জ্য পদার্থের ৫০ থেকে ৭০ শতাংশই জমিতে ব্যবহৃত হলে বাকি অংশটি ভরাট করার কাজে লাগানো হয়।আব্বাস ও তাঁর সহকারী একটি দল গবেষণা করে বলছেন যে ভরাট করার কাজে ব্যবহার না করে অবশিষ্ট বর্জ্য পদার্থ দিয়েই বানানো যেতে পারে ইট।
শুধুমাত্র নিউ ইয়র্ক শহরেই রোজ ১‚২০০ টন বর্জ্য উৎপাদিত হয় যা স্থানান্তরিত করতে ৫০ টিরও বেশি ট্রাকের প্রয়োজন হয়।ইউনাইটেড স্টেটসে উৎপাদিতা ৭০ থেকে ৮০ লক্ষ টন বর্জ্য পদার্থের এক তৃতীয়াংশ ভরাট করার কাজেই ব্যবহৃত হয়।এর বিকল্প হিসেবেই এর থেকে তৈরি করা যেতে পারে ইট।আব্বাস ও তাঁর সহকারী দল বর্জ্য দিয়েই বানিয়েছেন ইট | মেলবোর্নের ২ টি ওয়েস্টওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বর্জ্য সংগ্রহ করে তার সঙ্গে নানা অনুপাতে মেশানো হয়েছে মাটি।তারপর এই মিশ্রণ দিয়ে বানানো ইটগুলিকে ২‚০০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ১০ ঘন্টা রাখা হয়।এর ফলে যে ইটগুলি তাঁদের হাতে এসেছে তা পোড়ামাটির তৈরি ইটেরই প্রায় সমান।এই ইটগুলি সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী বলেও জানাচ্ছেন আব্বাস।পৃথিবীর মোট জৈব বর্জ্যের মাত্র ১৫ শতাংশ ইট তৈরির কাজে ব্যবহার করা হলেও সম্পূর্ণ পরিমাণ বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার করা সম্ভবপর হবে বলেও জানিয়েছেন তিনি।
জৈব বর্জ্য দিয়ে ইট তৈরি করতে সাধারণ ইট তৈরির থেকে অনেক কম তাপমাত্রা লাগে।এতে খরচও বাঁচানো সম্ভব হবে।এই ইটগুলি পোড়া মাটির তৈরি ইটের তুলনায় অপেক্ষাকৃত হাল্কা।এবং জৈব বর্জ্য তাপ পরিবহণ করতে বিশেষ সক্ষম না হওয়ায় এই ইটগুলি দিয়ে তৈরি বাড়িঘর ঠান্ডা থাকবে।পোড়া মাটির তৈরি ইটের তুলনায় জৈব বর্জ্য দিয়ে তৈরি ইটগুলি কম শক্ত হলেও এগুলি ব্যবহার করলে দূষণের মাত্রা কমবে।তাই ট্রিটমেন্ট প্ল্যান্টের অতিরিক্ত পরিমাণ বর্জ্য নিষ্কাশনে এবার থেকে কাজে লাগানো যেতে পারে তা দিয়ে ইট তৈরির এই অভিনব পদ্ধতি।
কোন মন্তব্য নেই