বিপদে ৩০-৫০ লাখ মোবাইল ব্যবহারকারী, সতর্কতা জারি।

 বিপদে ৩০-৫০ লাখ মোবাইল ব্যবহারকারী, সতর্কতা জারি।



বিশ্বের ৩০-৫০ লাখ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর ব্যাক্তিগত তথ্য চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন চেক পয়েন্ট সিকিউরিটির রিসার্চাররা। তাদের দাবি মোবাইল ফোনে ব্যবহৃত কোয়ালকম চিপের কারণে এই ঝুঁকি তৈরি হয়েছে। তারা কোয়ালকমের ডিজিটাল সিগন্যাল প্রসেসর চিপে (ডিসিপি) প্রায় ৪০০ টি ত্রুটি খুঁজে পেয়েছেন। জানা যায়, বাজারে ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে ৪০ শতাংশ স্মার্টফোনে কোয়ালকম চিপ (Qualcomm) ব্যবহৃত হয়। এই চিপ গুগল, স্যামসাং, এলজি, শাওমিসহ আরও বিভিন্ন প্রিমিয়াম স্মার্টফোন সহ সব দামের ফোনের মধ্যেই এই কোয়ালকম চিপ ব্যবহার হয়ে থাকে।
চেক পয়েন্টের রিসার্চাররা DCP চিপ টেস্ট করেছিল আর তাতে ত্রুটিযুক্ত প্রায় ৪০০টি কোড পিস খুঁজে পেয়েছে। এই ত্রুটিগুলোর জন্য হ্যাকাররা বিনা ইউজার ইন্টারঅ্যাকশন ছাড়াই যেকোনো স্মার্টফোনের সাহায্যে নজরদারি করতে পারে।
চেক পয়েন্টের রিসার্চাররা আরও জানিয়েছেন, উল্লিখিত ত্রুটিগুলোর সাহায্যে হ্যাকাররা ইউজারের ফোনে থাকা ছবি, ভিডিও, কল রেকর্ডিং, রিয়েল টাইম মাইক্রোফোন ডেটা, জিপিএস আর লোকেশনের ডেটা অ্যাকসেস পেয়ে যাচ্ছে। এই ৪০০টি ত্রুটির কারণে ম্যালিসিয়াস অ্যাপ ফোনের কল রেকর্ডিং করতে পারে, আবার মাইক্রোফোনের সাহায্যে ইউজারদের কথাবার্তাও শুনতে পারে। এছাড়াও হ্যাকাররা সার্ভিস অ্যাটাকের সাহায্যে ফোনকে ফ্রিজও করতে পারে।
কোয়ালকমের এই ত্রুটিগুলো সামনে আসার পরে সতর্কতা জারি করা হয়েছে। ফোন নির্মাতারা নতুন আপডেট দিয়ে এ ত্রুটিগুলোকে দূর করতে পারবে বলে জানানো হয়েছে। তাই যারা কোয়ালকম চিপের (Qualcomm) স্মার্টফোন ব্যাবহার করছেন তারা সর্তকতার সহিত নিজ স্মার্টফোন ব্যাবহার করুন, এবং স্মার্টফোনের নতুন আপডেট আসামাত্র আপডেট দিয়ে নিন।
আশা করি আজকের এই পোস্টটি থেকে আপনারা উপকৃত হবেন আর যদি উপকৃত হন তাহলে এই ধরনের টিপস এবং ট্রিক্স এর জন্য সবুজ বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন।
সবুজ বাংলা টিভি চ্যানেল লিংক :- https://www.youtube.com/c/SobuzBanglaTV2019

কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.