ফেসবুক অটো ফলোয়ার এবং ফ্রেন্ড রিকোয়েস্ট আনার নিয়ম।

ফেসবুক অটো ফলোয়ার এবং ফ্রেন্ড রিকোয়েস্ট আনার নিয়ম।

ফলোয়ার মানে আসলে আমরা কি বুঝি? নিশ্চয়ই কে কে আমাদের অনুসরন করছে সেটা। আর আমাদের সকলের সাধারনত একটাই চাওয়া কিভাবে ফলোয়ার বাড়াবো?

আসলে আপনি যদি কোন সেলিব্রেটি হন। কিংবা হঠাৎ করে যদি সবাই আপনাকে চিনতে শুরু করে তাহলে এটা কোনই ব্যপারই নাহ। কারন এতে করে সবাই আপনার সাথে কমিউনিকেট করতে চাইবে, এবং আপনার ফেইসবুক আইডিতে রিকুয়েস্ট দিতে থাকবে।

এতে করে আপনি যাদের রিকুয়েস্ট একসেপ্ট করবেন নাহ, তারা আপনার ফলোয়ার হয়ে যাবে।ব্যাপারটা স্পষ্ট, কিন্তু আমরা তো সাধারন মানুষ। তাহলে এটা কিভাবে সম্ভব?

আর আমাদের তো একসপ্তাহেও ১০ টি রিকুয়েস্ট আসে নাহ। আর যা আসে তা এক্সেপ্ট না করেও উপায় নেই৷ আর তাহলে ফলোয়ার কিভাবে বাড়বে?

এর জন্য আপনি অটো ফলোয়ার নিতে পারেন। এতে করে কয়েকদিনে আপনার ফলোয়ার হাজার হাজার ছাড়িয়ে যাবে।

আমি প্রথমে আপনাদের বলে নিই, যে এখান থেকে আপনি রীতিমত সম্পুর্ন ফ্রিতেই আপনার যত ইচ্ছা ততো ফলোয়ার নিতে পারেন। আর এর জন্য আপনাকে কোন ভোগান্তির দরকার হবে নাহ।

তবে এর জন্য আপনাকে আগে আপনার ফেইসবুক আইডিতে ফলোয়ার অপশন অন করতে হবে। এবং আপনাকে অবশ্যই আপনার সকল পোষ্টগুললোকে পাবলিক প্রাইভেসিতে পাবলিশ করতে হবে। অন্যথায় ফলোয়ার যোগ হবে নাহ।

অনেকে হয়তো জানেন। আর যারা জানেন নাহ কিভাবে ফলোয়ার অপশন অন করতে হয়, তারা নিচের দেওয়া প্রসেসটা ফলো করেন।

Account- Setting- Pubic Post” 


Public Posts
 এ যাওয়ার পর আপনাকে নিচে দেখানো সবগুলোর প্রাইভেসি Public করে দিতে হবে।


এবার আপনার ফলোয়ার অপশন অন হয়ে গেলো৷ এখন প্রশ্ন হলো ফলোয়ার কিভাবে নিবেন? এর জন্য আপনাকে একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে।

ওয়েবসাইটটি পুরোটাই ট্রাস্টেড। আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আপনার ফেইসবুক আইডিতে কোন সমস্যা হবে নাহ।

সাইটের লিঙ্কঃ- Wefbee

সাইটে প্রবেশ করার পর পেইজটাকে একটু নিচের দিকে স্ক্রোল করুন। তারপর স্ক্রিনশট এর মতো কাজ করুন।


আপনাকে এখন একটা পেজে নেওয়া হবে।  আপনি এখানে আপনার যে ফেসবুক আইডিতে  ফলোয়ার নিতে ইচ্ছুক সে আইডির ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এতে আপনার প্রাইভেসির কোন সমস্যা হবে নাহ। আপনি নিঃসন্দেহে লগ ইন করতে পারেন৷  

তারপর নিচের স্ক্রিনশট এর মতো একটা পেইজ আসবে। আপনাকে শুধুমাত্র কোডটি কপি করে নিচের বক্সে পেস্ট করতে হবে৷ তারপর লগ ইন এ ক্লিক করতে হবে।

লগিন এ ক্লিক করার পর সবকিছু ঠিক থাকলে আপনি নিচের মতো একটি পেইজ দেখতে পারবেন৷  আপনাকে আবারও লগ ইন এ ক্লিক করতে হবে।

তারপর আপনি নিচের দিকে আসলে অনেকগুলো অপশন দেখতে পারবেন। যদিও এখানের সকল বিষয়গুলোই কার্যকরী৷ কিন্তু আমাদের দরকার অটো ফলোয়ার তাই আপনাকে নিচের মতো শুধু অটোফলোয়ারের উপর ক্লিক করতে হবে৷

যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি আপনার ফেইসবুক আইডির প্রোফাইল পিকচার এবং নাম দেখতে পারবেন। এখন আপনাকে Use Autofollowers এ ক্লিক করতে হবে। ব্যাস কাজ শেষ৷

আপনি এবার থেকে প্রতিবার ৩০-৪০ জন করে ফলোয়ার নিতে পাবেন। যা আপনার ফেইসবুক আইডিতে যোগ হবে। প্রতিবার সাবমিট দেওয়ার পর আপনাকে ৩৪ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর আপনি আবার ফলোয়ার নিতে পারবেন৷

এভাবে আপনি আপনার ইচ্ছামতো যতখুশি ততজন ফলোয়ার নিতে পারেন। তবে একটি কথা” চিন্তামুক্ত থাকার জন্য অর্থাৎ আমার আইডি যদি হ্যাক হয়ে যায় এরকম চিন্তা থাকলে কাজ শেষে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।

যদিও আমি আপনাকে স্ট্রোংলি বলতে পারি এর কোন দরকার নেই। তবুও আপনার মনের তৃপ্তির জন্য আপনি এটা করলেও করতে পারেন।

আর এই সিস্টেমটি ফলো করে আপনি আপনার ফেইসবুক আইডিতে লক্ষ লক্ষ ফলোয়ার নিতে পারবেন।

তো বন্ধুরা এই ছিল ফেসবুক সিরিজের প্রথম পোস্ট। আপনাদের প্রথম পোস্টটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর অনুগ্রহ করে সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ বাংলা টিভির অফিশিয়াল ব্লগ ওয়েবসাইটের সাথে থাকবেন, পাশে থাকবেন।

আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ

সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:- https://www.youtube.com/c/SobuzBanglaTV2019


৩টি মন্তব্য:

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.