অপ্রয়োজনীয় ‘এসএমএস’ আসা বন্ধ করার নিয়ম।

অপ্রয়োজনীয় ‘এসএমএস’ আসা বন্ধ করার নিয়ম।


হাজারো ব্যস্ততার মাঝে একটি এসএমএস’র কারণে আমরা ছুটে যাই ফোনের কাছে। কিন্তু এসএমএসটি যদি হয় অপ্রয়োজনীয় তাহলে রাগ করা ছাড়া আর কিছুই করার থাকে না। সারাদিনে এমন একাধিক স্প্যাম এসএমএস বিরক্ত হতে হয় অনেককেই।

কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবীমা, ক্রেডিট কার্ড সেবা এমন নানা জায়গা থেকে এসএমএস আসে। যা সাধারণত কাজের থেকে অকাজেরই বেশি হয়। এ সমস্ত অনাকাঙ্ক্ষিত এসএমএস থেকে রক্ষা পেতে চাইলে নিচের নিয়ম অনুসরণ করতে পারেন-

# গ্রামীণফোনের প্রোমোশনাল এসএমএস বন্ধ করতে ডায়াল করুন  *121*1101#

# আবার সেই গ্রামীণফোনের প্রোমোশনাল এসএমএস চালু করতে ডায়াল করুন  *121*1102#

# রবি গ্রাহকরা 123 নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন। এজন্য রবি কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারে ফোন করে বলতে হবে, ‘আমি এই সেবা চাই না। তাহলে সংশ্লিষ্টরা ফোনদাতাকে নিয়ে যাবে ডিএনডি বিভাগে।

# এয়ারটেলের গ্রাহকরা 123 নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন।

# কেউ বাংলালিংক নম্বরে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয় এসএমএস না চাইলে মেসেজ অপশনে গিয়ে অফ (OFF) লিখে 6121 নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয় মেসেজ খুব সহজেই বন্ধ করা যাবে।

# টেলিটকের এ ধরনের কোনও সেবা বর্তমান সময় পর্যন্ত (এসএমএস ব্লক) নেই।

আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:- https://www.youtube.com/c/SobuzBanglaTV2019  

কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.