ডিজেবল ফেসবুক আইডি ফিরিয়ে আনুন ০৬ টি লিঙ্কের মাধ্যমে।

ডিজেবল ফেসবুক আইডি ফিরিয়ে আনুন ০৬ টি লিঙ্কের মাধ্যমে



অনেক সময় আমাদের ফেসবুক আইডিটি অনেকের একতরফা রিপোর্ট এর ফলে ডিজেবল হয়ে যায়! আমার আসলে ভেবে পাইনা যে কিভাবে এই ডিজেবল থেকে আমাদের ফেসবুক আইডিটা কে আবার ফিরিয়ে আনবো।

আমাদের অনেকের কাছে হয়তো গভমেন্ট ইনফর্মেশন ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এরকম জিনিস আছে। কিন্তু অনেকের কাছে এই জিনিসগুলো পাওয়া নাও থাকতে পারে। এর ফলে আমরা অনেক সময় ফেক ন্যাশনাল আইডি কার্ড কিংবা অন্য কিছু বানিয়ে ফেসবুকে সাবমিট দেই, এবং আমরা চাই যে আমাদের আইডিটা ফিরে আসুক কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ফেসবুকের ইনফরমেশন চেকিং গুলো অনেক কঠিন হয়। যার কারণে আপনি হয়তো আপনার আইডিটি কে বারবার সাবমিট দিয়েও কোনো কাজ হচ্ছেনা!

তো আজকের এই পোস্টে আমি আলোচনা করেছি এরকম কয়েকটি ওয়ার্কিং লিংক সম্পর্কে। যেগুলো ব্যবহার করলে আপনি আপনার ডিজেবল আইডি ফিরিয়ে আনতে পারেন! নিচে থেকে আপনি সকল লিংক গুলো একবার চেক করে দেখতে পারেন যে কোন লিংক গুলো আপনার কাজে আসে।

লিংক গুলোতে  ইনফরমেশন সাবমিট করার পর অপেক্ষা করুন! এবং সবকিছু ঠিক থাকলে আপনি আপনার ফেসবুক আইডি ডিজেবল থেকে ব্যাক আনতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

সতর্কতাঃ- তবে এই পোস্টটির প্রত্যেকটা কথা এবং কাজ না বুঝে করতে গিয়ে আপনাদের যার যার নিজস্ব আইডির আবার বারোটা বাজাবেন না, এবং পরবর্তীতে এসে বলবেন না সবুজ ভাই আপনার কোডটি প্রবেশ করানোর পর আমার এটা কাজ করছে না, ওটা কাজ করছে না, আগে যে কোন পোস্ট ভালোমতো নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন, এবং তারপর প্র্যাকটিসের জন্য আসল আইডি বাদে যেকোনো ফেক আইডি দ্বারা চেষ্টা করবেন। ফেক আইডি টা এক্টিভ করার পর সফলতা অর্জন করলে পরবর্তীতে নিজের আসল আইডি তে প্রয়োজন হলে পরে এই পন্থাগুলো অবলম্বন করবেন, অন্যথায় নয়। কারণ এই পোস্টগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য এবং শিক্ষাদানের জন্য তৈরী করছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।

তো বন্ধুরা এই ছিল ফেসবুক সিরিজের 26 তম পোস্ট, আপনাদের 26 তম এই পোস্টটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর অনুগ্রহ করে সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ বাংলা টিভি অফিশিয়াল ব্লগ ওয়েবসাইটের সাথে থাকবেন, পাশে থাকবেন।

আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:-

https://www.youtube.com/c/SobuzBanglaTV2019


কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.