ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করার নিয়ম।

ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করার নিয়ম


ফেসবুকে চ্যাট অপশন টি যে কাউকে এটা নিশ্চিত  করিয়ে দেয় যে আপনি বর্তমানে অনলাইনে আছেন। অর্থাৎ আপনি যখনই অনলাইনে থাকেন না কেন আপনার নামের পাশে সবুজ বাতি জ্বলতে থাকে! আপনি যদি আপনার অনলাইন স্ট্যাটাস বন্ধ করে দেন অর্থাৎ চাট অফ করে দেন তাহলে দেখা যাবে যে আপনি আর অনলাইনে নেই!

কিন্তু আপনি যার জন্য আপনার চাট অফ করতে চান শুধু সে নয় বরং আপনার ফ্রেন্ডলিস্টের সকল বন্ধুবান্ধব ও দেখতে পারবে যে আপনি আর অনলাইনে নেই! আপনি চাইলেও এটা করতে পারেন! কিংবা আমরা অনেকে চাই যে কিভাবে  কয়েকজনের জন্য আমাদের ফেইসবুক চাট অর্থাৎ ফেসবুকে একটিভ স্ট্যাটাস বন্ধ করে রাখবো?

প্রথমে আপনাকে যেতে হবে” web.facebook.com” কারণ আপনি “m.facebook.com”  এ সুবিধাটি পাবেন না! তবে হ্যাঁ আপনি যখনই  ”web.facebook.com” যাবেন তখনই আপনার ওয়েব পেইজ টাকে ডেক্সটপ মোডে নিয়ে যেতে হবে তাহলে কাজ করবে! web.facebook.con কমে যাওয়ার পর আপনি যখন ভিজিট করবেন তখন নিচের পেইজ এর মত চ্যাট অপশন গুলা দেখতে পারবেন।

এখান থেকে আপনি “Turn of Active Status” এ ক্লিক করুন।

কিছু ইউজারের জন্য বন্ধ করে রাখুন আপনার ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস!(জেনে রাখুন কাজে আসবে)



এটাতে ক্লিক করার পর আপনি নিচের স্ক্রীনশট  এর মতো সর্বশেষ অপশনটি সিলেক্ট করুন। তাহলে এই অপশনটি আপনি পেয়ে যাবেন যে আপনি কার কার জন্য আপনার একটিভ স্ট্যাটাসটি বন্ধ করতে চান? সিম্পলি এখানে আপনি ওই সকল নামগুলোকে মেনশন করে বসিয়ে দিন যাদের কাছে আপনি আনএক্টিভ থাকতে চান।

কিছু ইউজারের জন্য বন্ধ করে রাখুন আপনার ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস!(জেনে রাখুন কাজে আসবে)

এবার সেভ করে বেরিয়ে আসুন তাহলে আপনার কাজ শেষ। তাহলে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

সতর্কতাঃ- তবে এই পোস্টটির প্রত্যেকটা কথা এবং কাজ না বুঝে করতে গিয়ে আপনাদের যার যার নিজস্ব আইডির আবার বারোটা বাজাবেন না, এবং পরবর্তীতে এসে বলবেন না সবুজ ভাই আপনার কোডটি প্রবেশ করানোর পর আমার এটা কাজ করছে না, ওটা কাজ করছে না, আগে যে কোন পোস্ট ভালোমতো নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন, এবং তারপর প্র্যাকটিসের জন্য আসল আইডি বাদে যেকোনো ফেক আইডি দ্বারা চেষ্টা করবেন। ফেক আইডি টা এক্টিভ করার পর সফলতা অর্জন করলে পরবর্তীতে নিজের আসল আইডি তে প্রয়োজন হলে পরে এই পন্থাগুলো অবলম্বন করবেন, অন্যথায় নয়। কারণ এই পোস্টগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য এবং শিক্ষাদানের জন্য তৈরী করছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।

তো বন্ধুরা এই ছিল ফেসবুক সিরিজের 28 তম পোস্ট, আপনাদের 28 তম এই পোস্টটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর অনুগ্রহ করে সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ বাংলা টিভি অফিশিয়াল ব্লগ ওয়েবসাইটের সাথে থাকবেন, পাশে থাকবেন।

আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:-

https://www.youtube.com/c/SobuzBanglaTV2019


কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.