ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন এর রিকোভারী কোড ছাড়াই লগ ইন করার নিয়ম।
ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন এর রিকোভারী কোড ছাড়াই লগ ইন করার নিয়ম।
আমাদের ফেসবুক আইডি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা টু স্টেপ ভেরিফিকেশন অপশন টি অপেন করে রাখি। এই সিস্টেম টা ওপেন করার জন্য আপনাকে অবশ্যই একটি ফোন নাম্বার যুক্ত করতে হয়। আর যখনই আপনি কিংবা অন্য কেউ সম্পূর্ণ একটি নতুন ব্রাউজারে কিংবা ডিভাইস দ্বারা আপনার ফেসবুক আইডি লগইন করার চেষ্টা করে। তখনই আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসে।আর ওই ব্যবহারকারী কিংবা আপনি যদি তখন ফেসবুকে লগ ইন করতে চান তাহলে আপনাকে ওই কোডটি ব্যবহার করতে হয়। আপনি যদি ওই কোডটি যথাযথভাবে এখানে বসাতে সক্ষম না হন, তাহলে আপনি ফেসবুক আইডিতে লগইন করতে পারেন না।
অনেক সময় দেখা যায় নানা জটিলতার কারণে আমাদের সিমটি হারিয়ে যেতে পারে।কিংবা আমরা কোডগুলো যোগাড় করতে পারি নাহ। আর তখন যে কারোরই ডিভাইসে আমরা
ফেসবুক আইডি লগইন করতে চাই তখন আমাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়।আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব কিভাবে আপনি ওই ভেরিফিকেশন কোড ছাড়াই ফেসবুকে লগ ইন করতে পারবেন।
এই কোড গুলো কে সাধারনত 2FA কোড বলা হয়।আর প্রত্যেক আইডির জন্য এরকম কোড দশটি করে সীমাবদ্ধ থাকে। আপনি যদি এই কোড গুলো মুখস্থ করে নেন, তাহলে খুব সহজেই আপনি টু স্টেপ ভেরিফিকেশন কোড ছাড়া ফেসবুক আইডিতে লগইন করতে সক্ষম হবেন। তবে এখানে প্রত্যেকটি করি আপনি একবার করে ব্যবহার করতে পারবেন। আর এই কোডগুলো প্রত্যেকটা প্রথমবারেই কাজ করবে।
একটি কথা কি জানেন? আপনি যদি একবারে ফেসবুক আইডিতে লগইন করতে সক্ষম হন, তাহলে আপনি ওই টু-স্টেপ ভেরিফিকেশন’ অপশনটি বন্ধ করতে পারবেন। আর এটা বন্ধ করার পর আপনার যে ফোন নাম্বার টি একটিভ আছে ওই নাম্বার দিয়ে আবার আপনি টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেম আবারও নতুন করে ওপেন করতে পারবেন।
তাহলে এক নজরে দেখে নিন কিভাবে আপনি এই সিস্টেম টি অপেন করবেন। এর জন্য প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগইন করুন যে আইডিতে আপনি টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেমটি টি অপেন করে রেখেছেন।
তারপর Setting- Security And Login-Two step Verification এই অপশনে ক্লিক করুন।এবং এখানে গেলে এর নিচে আপনি একটি অপশন দেখতে পারবেন আর সেট হলো ” Recovery Code”
এবং এটায় ক্লিক করার পরেই আপনি রিকোভারি কোডগুলো পেয়ে যাবেন। যে কোড গুলোর সাহায্যে আপনি টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেমটি ব্রোকেন করতে পারবেন।
তাহলে কোডগুলো নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখুন। অনেক কাজে আসবে এই কোডগুলো। তাহলে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।
তো বন্ধুরা এই ছিল ফেসবুক সিরিজের 27 তম পোস্ট, আপনাদের 27 তম এই পোস্টটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর অনুগ্রহ করে সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ বাংলা টিভি অফিশিয়াল ব্লগ ওয়েবসাইটের সাথে থাকবেন, পাশে থাকবেন।
আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:-
https://www.youtube.com/c/SobuzBanglaTV2019
Onek valo hyce vaiya...
উত্তরমুছুনNice vaiya onek valo.
উত্তরমুছুন