ফেসবুকে খারাপ মেসেজ দেওয়া আইডি ডিসেবল করার ১০০% কার্যকর নিয়ম।

ফেসবুকে খারাপ মেসেজ দেওয়া আইডি ডিসেবল করার ১০০% কার্যকর নিয়ম।

ফেসবুকে আমরা অনেক সময় দেখি যে অনেক খারাপ অমানুষ আমাদের ফেসবুক ইনবক্সে আমাদের কে গালাগালি থেকে শুরু করে, আইডি হ্যাক করার হুমকি পর্যন্ত দিয়ে থাকে!

আর এই ধরনের হুমকি ধামকি থেকে বাচার জন্য আপনি হয়তো আপনার ফেসবুক আইডিকে  ডিএক্টিভ করে দেন, অথবা আমার মত নিরহ স্বভাবের হওয়ায় একদম চুপচাপ থাকেন? কারন এছাড়া আপনার আর কোন উপায় নেই। কিংবা অন্য কারো সহযোগিতা নেই, সেই অমানুষের আইডিটার সম্বন্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য!

কিন্তু অন্য কেউ কি আসলে আপনার সাহায্য করতে পারবে? কিছুটা এরকম যে আপনাকে হয়তো ১০০ জনের মধ্যে  ০২- ০৩ জন ব্যক্তি সহয়োগীতা করতে পারে। কিন্তু কতটা গ্যারান্টি আছে তারা আপনার কাজটি যথাযথ করে দিতে পারবে? হয়তো পারবে, নয়তো পারবে নাহ।

কিন্তু আমরা এখনো অনেকে জানিনা ফেসবুক আমাদের সেভ করার জন্য এরকম অনেক ফিচার তৈরি করে রেখেছে। যেগুলোর সাহায্যে আপনি খুব সহজেই সেই সকল খারাপ লোকদের বিপক্ষে অ্যাকশন নিতে পারে। আর খুব সহজেই তাদের আইডি সাময়িক সময়ের জন্য বন্ধ কিংবা সারা জীবনের জন্য ডিজেবল করে দিতে পারেন।

আর এইজন্য আপনাকে ফেসবুক হেল্প সেন্টারে সাহায্য নিতে পারেন, নিচে আমি একটা লিঙ্ক দিচ্ছি।

Link:- Threat massage ID Remove!


আপনার ওই লিংকে ক্লিক করুন, নিচের মত একটি স্ক্রিনশট দেখতে পারবেন। এখন প্রশ্ন হল স্ক্রিনশট কিভাবে ফিলাপ করবেন। কোন সমস্যা নেই আমাকে ফলো করুন:-


Who is threatening you?:- এ অংশটি তে আপনি তার নাম দিন যে আপনাকে এরকম উস্কানিমূলক মেসেজ দিচ্ছে! আপনি তার নামের কয়েকটা অক্ষর লিখলে তার নামটি পেয়ে যাবে এবং ওই নামটি ওইখানে দিয়ে দিন।

If you’re being harassed by multiple people, list them:- এটা আসলে এদের জন্য যাদেরকে একজন এর অধিক বা বহু জন এরকম মেসেজ দেন। আপনি যদি তাদের মধ্যে হন তাহলে এখানে আপনার অনেকগুলো ফ্রেন্ড এর লিস্ট তৈরি করতে পারবেন।

Help us find the conversation or conversations:- এখানে আপনাকে আপনাকে দেয়া মেসেজগুলো একটি স্ক্রীনশট তুলে দিতে হবে। মনে রাখবেন স্ক্রীনশট গুলা যেন আপনার হ্যারেজমেন্ট এর মূল কথা গুলো ধারণ করে।

Copy and paste the text where you’re being threatened:এখানে আপনাকে সেই মেসেজ গুলো কপি করে পেস্ট করতে হবে যে মেসেজগুলো দিয়ে আপনাকে কেউ হুমকি  দিয়েছে। আপনাকে শুধুমাত্র সমস্ত মেসেজগুলো এখানে পেস্ট করতে হবে তাহলেই হবে!

Let us know what you’re experiencing: এখানে আপনি চার-পাঁচটি অপশন দেখতে পারবেন! 

তবে আপনি যদি এখান থেকে Sexual violence and exploitation (সেক্সুয়াল ভায়োলেন্স এবং এক্সপ্লোটেশন) কিংবা Direct threats এই অপশনটি সিলেক্ট করেন তাহলে এটা সবচেয়ে বেশি কাজে দেবে।

Tell us what happened in your own words:- এখানে আপনি আপনার সমস্যা  কথা বলতে পারেন! 

তবে হ্যাঁ আপনাকে নিজেদের কিছু করতে হবে না শুধু নিচে দেয়া টেক্সট গুলো কপি করে এখানে পেষ্ট করে দিন!

Blackmail me using my name and my picture. Threatens to kill me and hacked my account in Inbox Message.and wants to take money from me and trolling me with my picture and threatening me.

Dear Facebook Team, I hope you will take action on this issue and remove the blackmailer’s facebook account. And save me. 

ওই কাজগুলো করার পর আপনি যদি সাবমিট দিয়ে দেন। তাহলে যে অমানুষ আপনাকে এরকম খারাপ মেসেজ দিয়েছে তার আইডি নষ্ট হয়ে যাবে। কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই আপনার দেওয়া সবগুলো ডকুমেন্টগুলো সঠিক হতে হবে। যদি এটা আপনি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে তাহলে উল্টো আপনার আইডি হারানোর ঝুকিটা একান্ত আপনিই বহন করবেন। তাই অহেতুক বিনা দোষে, বিনা কারণে অন্য কারো আইডি ডিজেবল করতে গিয়ে নিজে বিপদে পড়বে না।

সতর্কতাঃ- তবে এই পোস্টটির প্রত্যেকটা কথা এবং কাজ না বুঝে করতে গিয়ে আপনাদের যার যার নিজস্ব আইডির আবার বারোটা বাজাবেন না, এবং পরবর্তীতে এসে বলবেন না সবুজ ভাই আপনার কোডটি প্রবেশ করানোর পর আমার এটা কাজ করছে না, ওটা কাজ করছে না, আগে যে কোন পোস্ট ভালোমতো নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন, এবং তারপর প্র্যাকটিসের জন্য আসল আইডি বাদে যেকোনো ফেক আইডি দ্বারা চেষ্টা করবেন। ফেক আইডি টা এক্টিভ করার পর সফলতা অর্জন করলে পরবর্তীতে নিজের আসল আইডি তে প্রয়োজন হলে পরে এই পন্থাগুলো অবলম্বন করবেন, অন্যথায় নয়। কারণ এই পোস্টগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য এবং শিক্ষাদানের জন্য তৈরী করছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।

তো বন্ধুরা এই ছিল ফেসবুক সিরিজের ১১ তম পোস্ট, আপনাদের ১১তম এই পোস্টটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর অনুগ্রহ করে সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ বাংলা টিভি অফিশিয়াল ব্লগ ওয়েবসাইটের সাথে থাকবেন, পাশে থাকবেন।

আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:- https://www.youtube.com/c/SobuzBanglaTV2019



২টি মন্তব্য:

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.