হ্যাকিং শিখতে চান? হ্যাকিং শেখার সকল মূলমন্ত্র ও গোপন রহস্য!

হ্যাকিং শিখতে চান? হ্যাকিং শেখার সকল মূলমন্ত্র ও গোপন রহস্য!

সবাই হ্যাকিং শিখতে চায়। আপনি হয়তো বিশ্বাস করবেন না, মানুষ আমাকে ই-মেইল করে পর্যন্ত জিজ্ঞাস করে, “কিভাবে হ্যাকার হবো ভাই? হ্যাকিং শিখতে চাই, কোথা থেকে শুরু করবো? কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে হ্যাকার হতে পারবো? কোন হ্যাকিং কোর্সটি করলে বেস্ট হবে?” — প্রথমত, আমি কিন্তু কোন হ্যাকার নই। তাহলে মানুষ কেন এমন প্রশ্ন করে? আসলে আমি এই ব্লগে অনেক অনেক সিকিউরিটি বিষয়ক আর্টিকেল কভার করেছি এবং পূর্বে এথিক্যাল হ্যাকিং নামে এক জনপ্রিয় সিরিজ আর্টিকেল পাবলিশ করতাম ব্লগে। সবাই গুগলে “এথিক্যাল হ্যাকিং” লিখে সার্চ করেই হয়তো এই ব্লগ খুঁজে পান আর ব্লগ থেকে সহজেই আমাকে।

এই আর্টিকেলের টাইটেল রেখেছি, “হ্যাকিং শেখার সকল গোপন রহস্য”। ব্যাপারটা আগেই খোলাসা করে নিতে চাই, আসলে হ্যাকিং শেখার কোন গোপন সূত্র হয় না। এমন কোন গোপন জ্ঞান কোন বই বা কোন আর্টিকেলে নেই যেটা আপনাকে রাতারাতি হ্যাকার বানিয়ে দেবে। তো কি দাঁড়ালো? হ্যাঁ, এই টাইটেলটি সম্পূর্ণ ক্লিক বেট, আবার ক্লিক বেট নয়, দুটোই। চলুন নিচে ব্যাখ্যা করছি।

এখন অনেকে প্রশ্ন করবেন, তাহলে কি এই আর্টিকেল থেকে আমরা কিভাবে এথিক্যাল হ্যাকার হতে পারবো তা জানতে পারবো না? হ্যাঁ, জানতে তো পারবেনই, কিন্তু এক আলাদা রুপে আর এই সত্য কথা গুলো আপনাকে কেউ বলে না। হ্যাকার হওয়া নিয়ে অনলাইন বা অফলাইন জগতে অনেক ভুল ধারণা ছড়িয়ে রয়েছে আমি সেগুলো নিয়েই মূলত আলোচনা করতে চাই, আর আর্টিকেল শেষে আপনি নিজে থেকেই হয়তো সবকিছু বুঝে যাবেন।

আর্টিকেল কন্টেন্ট

1 টি মন্তব্য:

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.