এথিক্যাল হ্যাকিং ফ্রী কোর্সঃ পর্ব ০৮; কালি লিনাক্স ওভারভিউ।কেন হ্যাকারের কাছে এটি অল-ইন-ওয়ান সলিউশন?
এথিক্যাল হ্যাকিং ফ্রী কোর্সঃ পর্ব ০৮; কালি লিনাক্স ওভারভিউ।কেন হ্যাকারের কাছে এটি অল-ইন-ওয়ান সলিউশন?
যারা হ্যাকিং শব্দটির সাথে মোটামুটি জড়িত রয়েছেন, তারা নিশ্চয় জানেন, হ্যাকিং করার জন্য অনেক টাইপের টুলসের প্রয়োজন পড়ে। এখন, প্রত্যেকটি নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট টাইপের টুল রয়েছে, কিছু টুল সিঙ্গেল কাজ করতে পারে আবার কিছু টুল মাল্টি কাজ করতে পারে। এখন প্রত্যেকটি টুল একটি একটি করে খুঁজে বের করে ইন্সটল করা বা প্রথমত টুলের নাম খুঁজে বেড় করা অনেক সময় সাপেক্ষ কাজ, আর সত্যি বলতে যারা কেবল হ্যাকিং শিখতে আরম্ভ করেছেন তাদের কাছে অনেক কষ্টের কাজও বটে। এ ক্ষেত্রেই চলে আসে কালি লিনাক্স এর প্রয়োজনীয়তা, যেটাকে সকল হ্যাকিং/সিকিউরিটি টুলকিটের মাদার বলতে পারেন।
কালি নিলাক্স (Kali Linux) একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন, আর এর প্রধান ফোকাস হচ্ছে সিকিউরিটি। একবার এই জেটপ্যাক আপনার সিস্টেমে ইন্সটল করে নিলে, সবকিছু বিল্ডইনভাবে পেয়ে যাবেন। এতে ৩০০+ হ্যাকিং টুল প্রি-ইন্সটল রয়েছে এবং বলতে পারেন হ্যাকারদের জন্য আলট্রা উপযোগী করে বানানো হয়েছে এর ইউজার ইন্টারফেস। আলাদা লিনাক্স ডিস্ট্রো গুলোর মতো এর লাইভ ডিভিডি/ইউএসবি ভার্সন রয়েছে, মানে আপনি আপনার কম্পিউটার একে ইন্সটল না করেও ব্যবহার করতে পাড়বেন। আর লাইভ ইউজ করা ফিচারটি হ্যাকারদের জন্য আদর্শ, কেনোনা কোন কম্পিউটার থেকে অনেক তথ্য বের করে নেওয়ার পরেও কোন ইউজ ট্রেস থাকে না, হ্যাকার নিশ্চিন্তে কাজ শেষে সরে কেটে পরতে পারে।
যাই হোক, এই আর্টিকেলটিতে কালি লিনাক্সের কেবল একটি বেসিক ওভারভিউ দেওয়া হয়েছে, পরের আর্টিকেল গুলোতে কালি-লিনাক্স এর এই টুল গুলোর সাথে আরো বিস্তারিত করে পরিচয় করিয়ে দেওয়া হবে। আর যদি আপনার সিস্টেমে কালি ইন্সটল করতে চান, সেক্ষেত্রে আমাদের লিনাক্স ইন্সটলেশন টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন।
কালি লিনাক্স কি ও এর ইতিহাস
এরপরে তারা ব্যাক ট্র্যাক থেকে নাম পরিবর্তন করে কালি লিনাক্স রাখেন ও তাদের কোম্পানির নাম দেন Offensive Security. কালি লিনাক্স সর্বপ্রথম রিলিজ করা হয় ২০১৩ সালে এরপরে তাদের অনেক গুলো ভার্সন রিলিজ হয়েছে। তাদের সর্বশেষ ভার্সন টি হচ্ছে kali Linux 2018.1 এটা রিলিজ করা হয় 6th February, 2018 তারিখে। তাদের কোন ভার্সন কত সালে রিলিজ করা হয় সেটা জানতে এই লিংকে ক্লিক করুন। বর্তমানে এটা শুধু কম্পিউটারে ইন্সটল করা যায় তাই না, এটা আপনি মোবাইলেও ইন্সটল করতে পারবেন। এটার সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি মোবাইলে ব্যবহার করলেও আপনি কালি লিনাক্সের সমস্ত ফিচার পাবেন। তারা কালি লিনাক্সকে মোবাইলের জন্য কালি লিনাক্স নেটহান্টার নামে রিলিজ করেছে।
কালি লিনাক্সের মূল ফিচার গুলো
- এটা সম্পূর্ন ফ্রি, আপনাকে এটা জন্য কোন লাইসেন্স ব্যবহার করতে হবে না বা কোন ক্রাক ব্যবহার করতে হবে না।
- এটা আপনি লাইভ ব্যবহার করতে পারবেন। অথ্যাৎ আপনি চাইলে আপনার পেন-ড্রাইভে কালি লিনাক্স নিয়ে সেটা কে যেকোন কম্পিউটারে লাইভ চালাতে পারবেন কোন ইন্সটল ছাড়াই।
- এটা আপনি আপনার মোবাইলেও ব্যবহার করতে পারবেন।
- এটাকে আপনি ARM hardware অথ্যাৎ Raspberry Pi 2 এর মত ডিভাইস গুলোতেও ব্যবহার করতে পারেন।
- এটার সব থেকে বড় সুবিধা হচ্ছে কালি লিনাক্স ইন্সটল দেয়া থাকলে আপনি ৩০০+ টুল প্রি-ইন্সটল পাবেন।
- কোন টুল আপনাকে কেনা লাগবে না, সাথে কোন টুলের জন্য আপনাকে বসে থাকতে হবে না। আপনি github এ সকল টুল পেয়ে যাবেন।
- আপনি এত সব পেনিট্রেশান টেস্টিং টুল পাবেন যে আপনি প্রতিদিন একটা একটা করে টেস্ট করলেও শেষ হবে কিনা সন্দেহ আমার। সুতরাং এর টুলের সংখ্যা আমার জানা নেই।
কিছু জনপ্রিয় কালি লিনাক্স টুল।
২। Metasploit Penetration Testing Software : এটা হচ্ছে কালি লিনাক্সের সব থেকে জনপ্রিয় পেনিট্রেশান টেস্টিং টুল। যদিও এটা মূলত একটা হ্যাকিং ফ্রেম-ওয়ার্ক। এটাকে বানিয়েছে Rappid7 নামে কোম্পানি। এটার মাঝে আপনি অনেক টুল পাবেন যেগুলো দিয়ে আপনি ফ্রিতে পেনিট্রেশান টেস্টিং করতে পারবেন। যেমন ধরুন এখানে আপনি এন্ড্রয়েড এর জন্য পেলোড বানাতে পারেন, সার্ভার এট্যাক দিতে পারবেন ইত্যাদি। আপনি যদি একজন পেনিট্রেশান টেস্টার বা এথ্যিক্যাল হ্যাকার হতে চান তাহলে অব্যশ্যয় এই টুলটি নিয়ে বিশদ জ্ঞান থাকতে হবে।
৩। Aircrack-ng: Aircrack-ng হচ্ছে কালি লিনাক্সের একটি ওয়্যারলেস হ্যাকিং টুল। কালি লিনাক্সের যত গুলো ওয়্যারলেস হ্যাকিং টুল আছে তার মাঝে এটা হচ্ছে জনপ্রিয়। এটাতে আপনি WPA/WPA2 এনক্রিপশন ক্র্যাক করতে পারবেন এবং WEP KEY কিছু সময়ের মাঝেই ক্র্যাক করা সম্ভব। এছাড়া এটা দিয়ে প্যাকেট সংগ্রহ, deauthentication, fake access points,
৪। THC Hydra: THC Hydra হচ্ছে sectools এর বানানো পাসওয়ার্ড ক্র্যাকার একটি টুল। এটা হ্যাকারদের জনপ্রিয় টুল, কারণ এর স্পিড, এটা খুব দ্রুত গতিতে ওয়ার্ডলিস্ট পড়তে পারে। তাছাড়া এর সাথে যোগ করা করা আছে (POP3, IMAP, etc.), Databases, LDAP, SMB, VNC, and SSH । তাছাড়া এটা সাপোর্ট কর CVS, FTP, HTTP(S)-FORM-GET, HTTP(S)-FORM-POST, HTTP(S)-GET, HTTP(S)-HEAD, HTTP-Proxy, ICQ, IMAP, IRC, LDAP, MS-SQL, MySQL, NNTP, Oracle Listener, Oracle SID, PC-Anywhere, PC-NFS, POP3, PostgreSQL, RDP, Rexec, Rlogin, Rsh, SIP, SMB(NT), SMTP, SMTP Enum, SNMP v1+v2+v3, SOCKS5, SSH (v1 and v2), SSHKEY, Subversion, Teamspeak (TS2), Telnet, VMware-Auth, VNC and XMPP।আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
কোন মন্তব্য নেই