NID কার্ড সতর্ক বার্তা।

NID কার্ড সতর্ক বার্তা।


এই পোস্ট করার কারন, কিছু ভদ্র মানুষ আছে যারা আপনাকে হ্যাকিং আর স্পামিং শিখানোর নাম করে আপনার কাছে আপনার NID কার্ডের স্ক্যান কপি চাইতে পারে। অথবা ইন্টারনেটে এখন অনেক অ্যাপ আছে যেগুলো ব্যবহার করতে চাইলে NID কার্ড সাবমিট করতে হয়। এই গ্রুপের কেউ কেউ হয়তো বা NID কার্ডের কপি দিয়েও দিয়েছেন। হয়তো তারা ভাবছেন একটা NID কার্ডের পিকচার দিলে আবার কি হবে? তো তাহলে চলুন জেনে আসি আপনার NID কার্ডের দিয়ে অন্যরা কি করতে পারে।

NID আমরা সবাই চিনি। জি হ্যাঁ আমি NID কার্ড বলতে National Identity Card ই বুজাইতেছি। NID কার্ড অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা জিনিস। এটা আমরা হয়তো সবাই জানি।

NID কার্ডে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যেমনঃ আঙুলের ছাপ, irish মানে চোখের রেটিনার স্ক্যান, আমার, আপনার, আপনাদের স্থায়ী, অস্থায়ী ঠিকানা, এবং ব্যক্তিগত গুরুত্বপূর্ণ অনেক তথ্যাদি।

হ্যাকার বা অনলাইন প্রতারকরা আপনার NID কার্ড দিয়ে কি কি করতে পারে?

০১. আপনার NID কার্ড দিয়ে আপনার যত গুলো Bank Account আছে সেগুলোর একসেস সে যদি চায় খুব সহজেই নিয়ে নিতে পারে। অবশ্য এজন্য সেই হ্যাকারকে অবশ্যই ভালো এবং প্রশিক্ষণপ্রাপ্ত আইটি বিশেষজ্ঞ হতে হবে।

০২. আপনার প্রিয় সোশ্যাল মিডিয়ার আইডি গুলো যেকোন সময় হ্যাক হয়ে যেতে পারে।

০৩. আপনার NID কার্ড দিয়ে  আপনার যে কোনো একাউন্ট ভেরিফাই করে সেটা দিয়ে যে কোনো খারাপ কাজ করতে পারে। আর আপনার NID কার্ড ব্যবহার করে খারাপ কাজ করলে পরে পুলিশ কেস আপনার উপর হবে।

০৪. হ্যাকার যদি  যে কোনো নেটওয়ার্ক হ্যাক করে যদি ransom আপনার NID কার্ড দ্বারা করা হয়, অথবা বিটকয়েন একাউন্ট দিয়ে মানি টান্সফার করা হয় তাহলে সেই অপরাধে আপনি সাইবার ক্রিমিনাল হিসাবে অপরাধী সাব্যস্ত হবেন।

আরো অনেক অকল্পনীয়  কাজ এই NID কার্ডের দ্বারা করা যায়। আজ আর বেশি কিছু বললাম না। কারন জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। এর পরেও আপনি বা আপনারা যদি NID কার্ড অন্য কাউকে দেন, তাহলে আমার আর আপনাদের কিছু বলার নাই। কারণ কেউ যদি ইচ্ছে করে নিজের পায়ে কুড়াল মারে তাহলে তো আর আমার কিছুই করার নাই।

তবে আমি সবুজ আপনাদের কখনো কোন ধরনের ক্ষতি হোক অথবা আপনারা অজ্ঞাতসারে না জেনে কোন ধরনের ভুল কাজ করে নিজেরা ক্ষতির সম্মুখীন হন সেটা কখনোই চাইনা। তাই সব সময় আপনাদের কে সতর্ক করার জন্য, নিরাপদ রাখার জন্য আমি সবুজ আমার সর্বাত্মক চেষ্টা করি। । তাহলে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:-

https://www.youtube.com/c/SobuzBanglaTV2019   

কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.