সম্পূর্ণ বাংলা ভাষায় ইথিক্যাল হ্যাকিং শেখার সেরা ০৭ টি pdf বই।
সম্পূর্ণ বাংলা ভাষায় ইথিক্যাল হ্যাকিং শেখার সেরা ০৭ টি pdf বই।
১। মাইন্ড হ্যাকার পিডিএফ বই
মাইন্ড হ্যাকার বই রিভিউঃ
মাইন্ড মানে মন আর হ্যাকিং মানে চুরি অর্থাৎ কারো অজান্তে তার মন নিজের করে স্বার্থসিদ্ধিই হলো মাইন্ড হ্যাকিং।
চুরি করা যে খারাপ কাজ তা সকলেই জানেন। কারো মন চুরি করা বা মোহর চুরি করা উভয়ই খারাপ কাজ। তাই কেউ মাইন্ড হ্যাকিংয়ের এ টেকনিকগুলো খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা উপদেশ নয় বরং কড়াজোড় অনুরোধ রইলো। শুধুমাত্র নিজের বিশেষ প্রয়োজনে ইথিক্যাল উদ্দেশ্যে, যখন আপনার কাছে এছাড়া কোনো পথ থাকবে না তখনই শুধু এ টেকনিক প্রয়োগ করবেন। মন জিনিসটা আদতে শরীরের কোথায় অবস্থান তা এখনো অজানা।
তবে আমরা ধারনা করি যে, মানুষের ব্রেইন বা মস্তিস্কের বিভিন্ন কার্যকলাপই আসলে মানসিক উদ্দিপনা যেমনঃ মন খারাপ হওয়া, মন প্রফুল্ল থাকা, অভিমান করা, ভালবাসা ইত্যদির কারন। সুতরাং মাইন্ড হ্যাকিং কথাটিকে ব্রেইন হ্যাকিং ও বলা যায় । যেহুতু আপনি আপনার নিজ ব্রেইন দ্বারা অন্যর ব্রেইনকে কন্ট্রোল করবেন, তাই অবশ্যই অবশ্যই একটু হলেও ব্রিলিয়ান্ট হতে হবে।
কেননা আপনার ব্রেইনই একমাত্র বড় হ্যাকিং গ্যাজেট। মাইন্ড হ্যাকার বইটিতে ২২ টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ের লেখা গুলো খুবই চমৎকার।
লেখক সম্পর্কেঃ মাইন্ড হ্যাকার বইটি লিখেছেন, নিশান আহমেদ নিয়ন।
নিশান কে? কি তার পরিচয়? আজও চেনা হয়নি, জানা হয়নি। তার প্রতিটি আর্টিকেলই চমৎকার ছিলো, তার লেখার হাত এতো সুন্দর ছিলো যা বলে বোঝানো যাবে না। আপনি এ বইটি পড়লেই বুঝতে পারবেন, নিশান আহমেদ নিয়নের লেখনি যে কতোটা সুন্দর। নিয়ন ভাই ও তার ফ্যামিলির সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং আল্লাহ তায়ালা নিশান আহমেদ নিয়ন ভাইকে নেক হায়াত দান করুক। আমার দেখা শ্রেষ্ঠ লেখক হলো নিয়ন ভাই।
২। হ্যাকোলজি পিডিএফ বই
হ্যাকিং বিশাল একটা ব্যপার, খুবই শক্ত একটা কাজ। ইথ্যিকাল হ্যাকিং বলুন আর যে হ্যাকিং ই বলুন না কেনো আপনাকে কেউ এ টু জেড হাতে কলমে শিখাবে না। আপনাকে শুধুমাত্র একটু টাইটেল টা ধরিয়ে দিবে। বা বেসিক একটু শিখাবে কিন্তু আপনাকে প্রত্যেক টি বিষয় খুটিয়ে খুটিয়ে শিখতে হবে।একটি বই পড়েই ইথিক্যাল হ্যাকিং শিখে ফেলবেন এমন ভাবা বোকামী। একটি বই পড়ে কেউ কখনো এই হ্যাকিং বিশাল জগতের এক কেনিও শিখতে পারবে না।
হ্যাকোলজি বই রিভিউঃ
হ্যাকোলজি বইটি ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য আমার দেখা শ্রেষ্ঠ একটি বই। বইটিতে ৯ টি অধ্যায় রয়েছে। বইটিতে খুবই মূল্যবান বিষয়গুলো সম্পর্কে বেসিক আইডিয়া দিয়েছেন।আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে বইটি পড়তে পারেন, ভালো লাগার মতো একটি বই।
innominate hacktivism বই রিভিউঃ
বইটি অন্যান্য ইথিক্যাল পিডিএফ বই থেকে সম্পুর্নই আলাদা একটি বই। অন্যান্য সব বইয়ে যেমন বেসিক এবং সংক্ষিপ্ত আলোচনা করেছে কিন্তু হ্যাক ইউর সিস্টেম বইটিতে লেখক অনেক সুন্দর লিখেছেন। প্রতিটা টপিক বা বিষয় গল্পের মতো সুন্দর করে সহজ ভাষায় লিখেছেন। যারা নতুন তাদের জন্য হ্যাক ইউর সিস্টেম বইটি অনেক দরকারী, তাদের বুঝতে অনেক সহজ হবে। বইটিতে পৃষ্ঠা সংখ্যা কম। আরো পৃষ্ঠা থাকলে ভালো হতো।
৫। বেসিক হ্যাকিং পিডিএফ বই
বেসিক হ্যাকিং বই রিভিউঃ
বেসিক হ্যাকিং পিডিএফ বইটিতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করেছেন বইয়ের লেখক। বইটি পৃষ্ঠার দিক থেকে বড় না হলেও বইয়ের প্রতিটা লেখার মূল্যে অনেক।Basic hacking pdf বইটি সবার পড়া উচিৎ, কেনো সবার পড়া উচিৎ তা একটু পড়েই জানতে পারবেন। আমি এ বইটি নিয়ে যেহুতু দুইলাইন আপনাদের জন্য লিখে তারপরে পোস্ট টি পাবলিশ করবো তাই বেসিক হ্যাকিং পিডিএফ বইটি খুললাম।
এরপরে প্রথমে দেখি আসলেই অনেক বেসিক আলোচনা এরপরে আর কয়েকটি পৃষ্ঠায় যাওয়ার পরে দেখি, আয়হায় এতো চমৎকার বই।বইটিতে কি কি নিয়ে আলোচনা করেছেন লেখক তার কয়েকটি একটু লেখার চেষ্টা করি।
১। হ্যাকিং কি?
২। হ্যাকার কাকে বলে?
৩। হ্যাকিং থেকে বাচার উপায়?
৪।ফেসবুক হ্যাকিং থেকে বাচার উপায়?
৫। ইমেইল হ্যাকিং থেকে বাচার উপায়?
৬। ওয়েবসাইট হ্যাকিং থেকে বাচার উপায়?
৭। ফিশিং কি? ইত্যাদি ইত্যাদি।
নিজেকে হ্যাকারদের থেকে রক্ষা করতে আপনাকে মোটামুটি হ্যাকিং সম্পর্কে ধারনা রাখতে হবে।
না হলে আপনি অনলাইন লাইফে অনেক সমস্যায় পড়তে পারেন। এজন্যই মুলত ইথিক্যাল হ্যাকিং ক্যাটেগরির পিডিএফ বই পাবলিশ করি ইন্টারনেট থেকে সংগ্রহ করে। এছাড়া আর কিছু নয়।
৬। হ্যাকিং জগৎ পিডিএফ বই
হ্যাকিং জগৎ বই রিভিউঃ
৭। বাংলা হ্যাকিং টিউটোরিয়াল পিডিএফ বই
বাংলা হ্যাকিং টিউটোরিয়াল বই রিভিউঃ
এই বইটির দুটি নাম হলোঃ
১। বাংলা হ্যাকিং টিউটোরিয়াল বই
২। বেসিক হ্যাকিং বই
আমি টাইটেলে দুটি নামই ব্যবহার করেছি, অনেকেই আবার বলতে পারেন যে, বেসিক হ্যাকিং পিডিএফ টি কোথায় ? পেলামতো বাংলা হ্যাকিং টিউটোরিয়াল পিডিএফ টি। তাই বলে রাখলাম যে, এই বইটিরই দুটি নাম। বইটিতে ৮ টি অধ্যায় রয়েছে আর ৭১ টি পৃষ্ঠা।
কেনো পড়বেন ইথিক্যাল হ্যাকিং পিডিএফ বইটি?
কারন নিজেকে সুরক্ষার জন্য। আপনি যদি হ্যাকিং সম্পর্কে কিছুই না জেনে থাকেন তাহলে আপনি হ্যাকারদের দ্বারা অনেক ক্ষতি হতে পারে। এই বইটি পড়ে আপনি অনেক ভালো আইডিয়া পাবেন ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে।
কোন মন্তব্য নেই