Windows এর পাসওয়ার্ড রিমুভ করুন খুব সহজেই।

Windows এর পাসওয়ার্ড রিমুভ করুন খুব সহজেই


বার বার পাসওয়ার্ড দিতে দিতে ক্লান্ত? অফ করতে চান? তাহলে আজকের পোস্ট টি আপনার জন্য। আমি ডেস্কটপ ইউজার, আর ডেস্কটপ কোথাও নিয়ে যাওয়া যায় না সবাই জানেন । যেহেতু অলটাইম বাড়িতে থাকে আর আমিই ইউজ করি তাই চাচ্ছিলাম আমার Windows যে পাসওয়ার্ড আছে সেটা অফ করে দিতে । তাছাড়া পাসওয়ার্ডও আমি সেট করতে চাই নাই, মাইক্রোসফট একাউন্ট খোলার সময় সেট করতে হয়েছিলো । অকে যাই হোক এটা নিয়ে অনেকগুলো ভিডিও দেখছি দেখছি, কিন্তু কোনটাই কাজ হয় নাই । পরে খুব সহজে পাসওয়ার্ড রিমুভ করতে পেরেছিলাম এবং সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি।


কিভাবে Windows এর পাসওয়ার্ড রিমুভ করবেন?

প্রথমেই চলে যান সেটিংস এ


তারপর Accounts


তারপর sign in options এ ক্লিক করুন এবং never করে দিন


তারপর,Password এ ক্লিক করুন এবং change এ ক্লিক করুন


এখানে আপনার বর্তমান পাসওয়ার্ড দিবেন


এখানে কোন পাসওয়ার্ড দিবেন না, সবকিছু খালি রাখুন এবং next ক্লিক করুন


তো দেখতেই পারছেন এখানে বলছে Your account dosent have a password, মানে পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে


তারপর রিস্টার্ট দিয়ে দেখতে পারেন, কোন পাসওয়ার্ড চাইবে না।

আশা করছি আজকের এই পোস্টটি অনেক উপকারি ছিল, আর আপনাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আর আজকের এই পোস্টটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই পোস্টটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করার চেষ্টা করবেন।
আর এই ধরনের আকর্ষণীয় এবং চমকপ্রদ, বাস্তব সত্যি, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত তথ্য জানার জন্য সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।তাহলে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য। আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla Cyber Army এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:-

https://www.youtube.com/channel/UCt2TKd4f6oQrzWh-GASXxPw?pbjreload=102

কোন মন্তব্য নেই

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.