কিভাবে পাবজি গেমস হ্যাক করবেন?

কিভাবে পাবজি গেমস হ্যাক করবেন?


আমি নিজে ব্যক্তিগতভাবে পাবজি গেমস টা তেমন খেলি নাই, তাই পাবজি গেমস সংক্রান্ত আমার জ্ঞান মোটামুটি ভাবে আপনারা যারা নিয়মিত পাবজি গেমস খেলেন তাদের থেকে অনেক কম।তারপরও অনেক ভাই এবং বন্ধুদের অনুরোধে এই পোস্টটি আমাকে করতে হচ্ছে, তাই এই পোষ্টে যদি কোন ধরনের ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে সেটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

পাবজি গেমস হ্যাক করার জন্য আপনারা নিচের দেওয়া নিয়মগুলো অনুসরণ করুন, ইনশাআল্লাহ তাহলে পাবজি গেমস হ্যাক করতে পারবেন।

1st step:  প্রথমে নিচের ছবির মত windows firewall and windows threat and virus protection off করি।

therat and virus protection এ লাল দাগে বৃত্ত করা গুলো off করে রাখতে হবে।

এবার firewall এ লাল দাগে বৃত্ত করা গুলো off করে রাখতে হবে।

Step 2:  এবার Link থাকা file গুলো download করে নেই।

PUBG SCRIPT V1.1

32 bit: 32 bit ফাইলে শুধুমাত্র ESP and aimbot হ্যাক করা যাবে। 64 bit:  ESP, aimbot, no recoil flying car, fast scope সহ আরো অনেক কিছু করা যাবে। ESP হ্যাক সবচেয়ে নিরাপদ। aimbot খুব একটা use না করাই ভাল। এতে অ্যাকাউন্ট ব্যান হবার chance কিছুটা থাকে। ESP and aimbot বাদে বাকি গুলো ব্যাবহার করলে অ্যাকাউন্ট ব্যান হবার highly chance আছে।  তাই যা করার নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্তে করবেন। তাই সবচেয়ে ভাল হয় 32 bit hack use করা and  only ESP hack use করা।

Step 3: 32-bit or 64-bit যেটেই use করি, সেটা run as administrator a run করি।

এবার নিচের চিত্রের মত একটি windows আসবে সেখানে No chick করি।


no click করলে আপনাকে একটা ওয়েব সাইটে নিয়ে যাবে, সেখানে কিছুক্ষন পর active বোতাম আসবে। এবং সেটাতে click করি।

এবার adf.ly এর Website BrowserOpen হবে,  সেটাতে ৫ সেকেন্ড wait করে Skip a Click করি। 

এবার mega url এর link আসবে সেখানে "I am not robot" এ click করে "Click Here to Continue" তে press করি।


 এবার নিচের মত "get link" এ click করি।

 

এবার নিচের মত নতুন একটা  Tab আসবে সেটাতে OK Press করি।

এর কিছুক্ষন পর আপনার পাবজি গেমের উপর হ্যাক tool টি চলে আসবে। Normally  only ESP on করা থাকে চাইলে বাকি গুলো মেনুয়ালি On করতে হবে।



HACK DONE!

আর এই কাজগুলোই যদি আপনারা এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে করতে চান, মানে যারা এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে পাবজি গেমটা খেলেন তারা নিচের দেওয়া লিংক হতে অ্যান্ড্রয়েড এই অ্যাপটি ব্যবহার করবেন। এই অ্যান্ড্রয়েড অ্যাপ টিতে উপরে দেখানোর সবগুলো হ্যাকের সুবিধাই আপনারা পেয়ে যাবেন।

 অ্যান্ড্রয়েড অ্যাপ লিংক :-

Hack Pubg Mobile 1.0.0 Cheat Engine Script Collection.



এ বিষয়ে কারো কোন কিছু জানার থাকলে নিচের কনেন্ট বক্সে Comment করে জানাতে পারেন। আমি যথা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো।

আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:- https://www.youtube.com/c/SobuzBanglaTV2019 

১০টি মন্তব্য:

  1. amar script gula notepad e open hocche .. jevabe disen oii vabe ase na

    উত্তরমুছুন
  2. Vai amader dorkar pubg Mobile fiye ki vabe hack korbo tar step by step

    উত্তরমুছুন

Goldmund থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.