রিপোর্ট করে ডিসেবল করে দিন 18+ পর্নোগ্রাফি ফেইসবুক আইডি।
রিপোর্ট করে ডিসেবল করে দিন 18+ পর্নোগ্রাফি ফেইসবুক আইডি।
তাহলে শুনেন- এটা সত্য যে ফেসবুক সকল ইউজারের সকল তথ্য জানে! কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ নেয় না যতক্ষণ না ওই আইডিটা মানুষের অসুবিধার কারণ হয়। এই অসুবিধা বলতে আমি রিপোর্ট এর কথা বলছি! হ্যাঁ আপনি যতক্ষন না এই আইডিগুলোতে রিপোর্ট করবেন ততক্ষণ ফেসবুক কোন ব্যবস্থা নেবে না।
কিন্তু আপনি এখন বলতে পারেন – আমি তো রিপোর্ট করি তাহলে ফেসবুক কেন এই আইডি গুলা বন্ধ করে না? হ্যাঁ মানছি আপনি রিপোর্ট করেন। কিন্তু কিভাবে করেন?
আসলে ফেইসবুক তখনই আইডি রিমুভ করবে যখন আপনার রিপোর্ট আর ওই প্রোফাইল একই থাকবে! অর্থাৎ আপনি যদি রিপোর্টে কোন কিছু দেন এবং প্রোফাইল পিকচার কিংবা তার প্রোফাইল যদি হয় তার চেয়ে বিপরীত তাহলে রিপোর্ট কাজ করবে না! এজন্য আমাদেরকে অবশ্যই সঠিক জায়গায় সঠিক পদক্ষেপ নিতে হবে।
উদাহরণস্বরূপ আপনি যখন একটি 18+ আইডি রিমুভ করতে চান! আমরা তখন একটি ভুল করে থাকি সেটা হলো আমরা সরাসরি তার প্রোফাইলে রিপোর্ট করে দেই! এতে করে আইডি বন্ধ হওয়ার চান্স অনেকটা কমে আসে! এখন আপনি বলতে পারেন তাহলে কিসে রিপোর্ট করব?
তাহলে শুনেন আপনি যদি প্রোফাইলে রিপোর্ট না করে তার সকল ফটো গুলোকে সঠিক রিপোর্ট করেন, তাহলে ফেসবুকের ফটো গুলো কে রিমুভ করে দিবে। আপনি এখন বলতে পারেন এতে তো ফটো রিমুভ হবে। আমিতো ওই ইউজারের আইডি বন্ধ করতে চাই। আপনি যদি তার একটি ফটো রিমুভ করে দিতে পারেন, তাহলে সে এক দিনের জন্য ফেসবুক ফিচার ব্লক খেতে পারে। তারপর তার আইডিতে একটি ছোটখাটো টেম্পোরারি লকে পড়ে যাবে এবং সে এটা খুব সহজে খুলতে পারবে।
এবার আপনি যদি এরকম সাত-আটটি ফটো রিমুভ করে দিতে পারেন, তাহলে সে এক মাস বা দুই মাসের জন্য ফিচারস ব্লক খেতে পারে! তারপর সে আর কোন পোস্ট করতে পারবে না! এবং কিছুদিন পর তার আইডি এমনিতেই ডিজেবল হয়ে যেতে পারে।
এখন প্রশ্ন হলো আপনি কিভাবে রিপোর্ট করবেন? অর্থাৎ কোন কোন রিপোর্ট করলে তার আইডি ডিজেবল করে দিতে পারবেন! এর জন্য স্ক্রীনশট গুলা ফলো করুন! আমি একটি আইডিতে রিপোর্ট করে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি।
প্রথমে আপনি যার আইডিতে রিপোর্ট করবেন তার আইডিতে চলে যান এবং রিপোর্ট অপশনে ক্লিক করুন। আমরা যেহেতু 18+আইডি রিমোভ করছি তাহলে আমাদেরকে এখন Nudity এটা সিলেক্ট করতে হবে!
এখন একটা জিনিস আছে যে ভুলটা আমরা সকলেই করে থাকি আর সেটা হলো আমরা ডাইরেক্ট “Adult Nudity” এটা সিলেক্ট করে দেই! আসলে এটা আপনাকে তখনই দিতে হবে যখন তার গায়ে একেবারে কাপড় থাকবে না।অর্থাৎ সে একেবারে “Nude” থাকবে।
এরকম যদি ছবি থাকে তাহলে আপনি এটা ক্লিক করতে পারেন! তবে ফেসবুকে এরকম ছবি খুব একটা পাওয়া যায় না তাই আপনি 95 পার্সেন্ট সময়ই ” Sexual activity” তে ক্লিক করা লাগবে।
এরপর SEND এ ক্লিক করার পর আপনাকে নতুন আরেকটি পেজ এ নিয়ে আসা হবে এখান থেকে আপনি “Report post” এ ক্লিক করুন!
তারপর আপনি নিচের মত আরেকটি পেইজ দেখতে পারবেন। এখান থেকে ” Yes I’d like to continue filling These Report” এটাই ক্লিক করুন তাহলে আপনার রিপোর্ট দেয়ার কাজ শেষ।
এবার আপনি নিচের মত একটি পেইজ দেখতে পারবেন!
এবার ফেসবুকে এটা “In review” তে থাকবে। এবং তারা যখনই আপনার রিপোর্টটি রিভিউ করবে তখনই তারা এই আইডিটি বন্ধ করে দিবে! তো এভাবেই একটি 18+ফেসবুক আইডিতে রিপোর্ট করে বন্ধ করতে হয়!
তাহলে আজকে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।
সতর্কতাঃ- তবে এই পোস্টটির প্রত্যেকটা কথা এবং কাজ না বুঝে করতে গিয়ে আপনাদের যার যার নিজস্ব আইডির আবার বারোটা বাজাবেন না, এবং পরবর্তীতে এসে বলবেন না সবুজ ভাই আপনার কোডটি প্রবেশ করানোর পর আমার এটা কাজ করছে না, ওটা কাজ করছে না, আগে যে কোন পোস্ট ভালোমতো নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন, এবং তারপর প্র্যাকটিসের জন্য আসল আইডি বাদে যেকোনো ফেক আইডি দ্বারা চেষ্টা করবেন। ফেক আইডি টা এক্টিভ করার পর সফলতা অর্জন করলে পরবর্তীতে নিজের আসল আইডি তে প্রয়োজন হলে পরে এই পন্থাগুলো অবলম্বন করবেন, অন্যথায় নয়। কারণ এই পোস্টগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য এবং শিক্ষাদানের জন্য তৈরী করছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা এই ছিল ফেসবুক সিরিজের 40 তম পোস্ট, আপনাদের 40 তম এই পোস্টটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর অনুগ্রহ করে সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ বাংলা টিভি অফিশিয়াল ব্লগ ওয়েবসাইটের সাথে থাকবেন, পাশে থাকবেন।
আশা করি আজকের এই পোস্ট টি সবারই অনেক উপকারে আসবে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন Sobuz Bangla TV এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
সবুজ বাংলা টিভি ইউটিউব চ্যানেল লিংক:-
https://www.youtube.com/c/SobuzBanglaTV2019
কোন মন্তব্য নেই